বলিউডে নতুন মুখের আগমন মানেই নতুন প্রত্যাশা, নতুন গল্প। সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর এবার অভিনয়ে পা রাখতে চলেছেন। তাঁর প্রথম ছবি ‘আঁখো কি গুস্তাখিয়া’ মুক্তি পাচ্ছে আগামী ১১ জুলাই।
শানায়া স্পষ্ট করেই বলেছেন, “আমি এমন এক গল্পের অংশ হতে চেয়েছিলাম, যা সাধারণ হলেও সৎ, এবং দর্শকদের অনেক কিছু শেখাবে।” তাঁর প্রথম ছবিই শুধু প্রেমের গল্প নয়, এতে জীবনের জটিল দিকগুলিও ধরা থাকবে।
নিজের চরিত্র নিয়ে শানায়া বলেন, “এই চরিত্র আমার থেকে অনেকটাই আলাদা, আবার কিছু জায়গায় মিলও রয়েছে। সেই চরিত্রের সঙ্গে নিজেকে মেলানোর যাত্রাটা যেমন চ্যালেঞ্জিং ছিল, তেমনি ছিল উপভোগ্য।”
ছবিতে তাঁর সহ-অভিনেতা বিক্রান্ত ম্যাসির সঙ্গেও কাজের অভিজ্ঞতা নিয়ে শানায়া খুবই উচ্ছ্বসিত। তিনি বলেন, “ওনি অত্যন্ত নম্র এবং পেশাদার একজন অভিনেতা। আমার অভিনয় নিয়ে ওনার যত্নশীল আচরণ আমাকে খুব সাহায্য করেছে।” শুটিংয়ের সময় তাঁদের আলাপ-আলোচনা ও পরামর্শ শানায়ার আত্মবিশ্বাসে নতুন জোর দিয়েছে।
ক্যারিয়ারের শুরুতে শুধু অভিনয় নয়, ক্যামেরার পিছনের কাজও শিখেছেন শানায়া। এতে তাঁর মধ্যে এক অন্যরকম প্রস্তুতি তৈরি হয়েছে। পরিবার—বিশেষ করে মা-বাবার কাছ থেকেও তিনি পেয়েছেন ভরসা আর প্রেরণা।
সব মিলিয়ে শানায়ার এই আত্মবিশ্বাসী শুরু যেন বলিউডে তাঁর জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছে।
এফপি/ টিকে