বলিউডের বংশ পরম্পরায় কাপুর পরিবারের নাম এলেই চোখে ভাসে এক গৌরবময় ঐতিহ্য। বহু দশক ধরে সিনেমা জগতে রাজত্ব করে আসা এই পরিবারের কাহিনি যেন এক সমৃদ্ধ ইতিহাস। তবে রণবীর কাপুরের আগে এই ঐতিহ্যের ভার নিজের কাঁধে বয়ে নিয়ে গিয়েছিলেন দুই বোন — কারিশমা ও কারিনা কাপুর।
সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে কারিনা কাপুর বললেন, কাপুর পরিবারের মেয়েরা কেবল বাঘিনী নন, তারা আসলে বাঘ। তিনি বলেন, রণবীরের আগে শুধুমাত্র দুই বোনই ছিলেন, আর তারাই কাপুরদের নাম এগিয়ে নিয়েছেন। মায়ের কথাই তুলে ধরে কারিনা জানালেন, তাঁরা ঐতিহ্য রক্ষার দায়িত্ব পালন করেছেন দৃঢ়তার সঙ্গে।
কারিশমা কাপুর ছিলেন এই পরিবারের প্রথম মেয়ে, যিনি নায়িকা হিসেবে বলিউডে বড় সাফল্য পেয়েছিলেন। নব্বই দশকে নায়িকা প্রধান ছবিতে নিজের জায়গা তৈরি করে এক নতুন দিগন্তের সূচনা করেছিলেন তিনি।
কাপুরদের পুরুষপ্রধান পারিবারিক রীতিকে ভেঙে দিয়ে কারিশমা দেখিয়েছিলেন নারীরাও পারিবারিক ঐতিহ্য বহন করতে পারে।
এরপর কারিনা কাপুর বলিউডে আসেন এক অনন্য ব্যক্তিত্ব নিয়ে। তিনি একদিকে জব উই মেট, থ্রি ইডিয়টস-এর মতো বাণিজ্যিক সাফল্য এনে দিয়েছেন, অন্যদিকে চমেলি, ওমকারা-র মতো সমালোচকপ্রিয় ছবিতেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। শুধু তাই নয়, গর্ভাবস্থার মধ্যেও নিজের ক্যারিয়ার ধরে রাখার লড়াই করেছেন তিনি, যা ভক্তদের চোখে এক অন্যরকম সংগ্রাম হিসেবে দেখা হয়।
ভক্তদের অনেকেই বলেন, কারিশমা পথ তৈরি করেছিলেন বলেই কারিনা ও রণবীর দৌড়াতে পেরেছেন। কারিশ্মার স্টারডম, তার সময়ের হিট গান আর ভিন্ন ঘরানার ছবি এখনও মনে রাখেন দর্শক। আবার অনেকে বলেন, কারিনার স্টারডম আলাদা হলেও কারিশমার মতো সেই “পুল” তিনি পাননি। সমালোচনাও এসেছে—২০০০ সালের পর কারিনা অনেকটাই পিআর আর করণ জোহরের দয়ায় টিকে ছিলেন বলে অভিযোগ করেছেন কেউ কেউ।
তবুও একটি কথা স্পষ্ট, কাপুর পরিবারের ঐতিহ্য শুধু পুরুষ তারকাদের মধ্যে সীমাবদ্ধ নয়। কারিশমা আর কারিনা কাপুর কঠোর পরিশ্রম, গ্ল্যামার আর অভিনয় দক্ষতা দিয়ে নিজেদের নাম বলিউড ইতিহাসে স্থায়ী করে নিয়েছেন। রণবীর কাপুরের সাফল্যের আগে এই দুই বোনই প্রমাণ করেছিলেন, কাপুর নাম বহন করা মানে শুধু পরিবারের উত্তরাধিকার নয়, নিজের যোগ্যতায় সেই নাম উজ্জ্বল করা।
আরআর/টিএ