যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। খবর আল জাজিরার।
প্রতিবেদন মতে, গত নভেম্বরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পরও তা লঙ্ঘন করে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে আসছে ইসরাইল। এরই ধারাবাহিকতায় শনিবার (৫ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলের বিনত জিবেইল, শেবা ও চাকরা শহরে পরপর চারটি ড্রোন হামলা চালানো হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, একটি শত্রু ড্রোন বিনত জিবেইল শহরের সাফ আল- হাওয়া এলাকায় একটি গাড়িতে আঘাত হানে। এতে ব্যক্তি নিহত হন এবং আরও দুজন আহত হন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও উল্লেখ করা হয়। এরপর একই এলাকায় দ্বিতীয় হামলাটি চালানো হয়।
এর আগে শনিবার সকালে মন্ত্রণালয় জানায়, দক্ষিণ লেবাননের শেবা এলাকায় একটি বাড়িতে ড্রোন হামলা চালানো হয়। তাতে ওই বাড়িতে বসবাসরত পরিবারের কয়েকজন সদস্য আহত হয়। এছাড়া বিনত জিবেইল জেলার চাকরা শহরেও ড্রোন হামলা চালায় ইসরাইল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই হামলায় দুজন আহত হয়েছে।
গত বছরের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লার সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি হয়। যার মধ্যদিয়ে উভয় পক্ষের মধ্যে প্রায় এক বছরের সংঘাতের অবসান ঘটে। তবে শুরু থেকেই এই যুদ্ধবিরতি মানছে না ইসরাইল।
দুই দিন আগে অর্থাৎ গত ৩ জুলাই বৈরুতের দক্ষিণে খালদেহ শহরে একটি গাড়িতে ড্রোন হামলা চালায় ইসরাইল। রাজধানীকে দক্ষিণ লেবাননের সাথে সংযুক্ত আন্তর্জাতিক মহাসড়ক ধরে যাওয়ার সময় গাড়িটিতে ওই হামলা চালানো হয়। হামলায় একজন নিহত এবং কমপক্ষে চারজন আহত হন।
এমআর/টিকে