পঞ্চায়েতের নির্বাচনী ডামাডোলে ইতিমধ্যেই চতুর্থ সিজন সাড়া ফেলে দিয়েছে। সচিবজি, পঞ্চায়েত প্রধান, প্রলাদচা, এমনকী ভিলেন বনরাকসকে টেক্কা দিয়ে ‘ম্যান অফ দ্য ম্যাচ’-এর খেতাব ছিনিয়ে নিয়েছে বিনোদ। অশোক পাঠককে নিয়ে চর্চার অন্ত নেই। এমন আবহেই টিভিএফ জানিয়ে দিল, ‘পঞ্চায়েত ৫’ আসছে। চতুর্থ সিজনে মঞ্জুদেবীকে হারিয়ে পঞ্চায়েত প্রধান হয়েছেন ক্রান্তিদেবী। অন্যদিকে আসন্ন বিধানসভা ভোটের ইঙ্গিত শেষ মরশুমেই দিয়েছিলেন নির্মাতারা। অতঃপর এবার যে আরও বড় পরিসরে ‘খেলা হবে’, তা বলাই বাহুল্য। একদিকে প্রেশার কুকার, আরেকদিকে লাউ চিহ্ন। পঞ্চম মরশুমে কী হয়? সেটাই দেখার।
‘পঞ্চায়েত’ দেখে ‘ফুলেরা’ গ্রামের প্রেমে পড়েননি এমন দর্শক খুঁজে পাওয়া দায়! পর পর তিনটি সিরিজে ছক্কা হাঁকিয়ে এবার ফের একবার পুরো ব্যাটেলিয়ন নিয়ে ফিরেছেন সচিবজি জীতেন্দ্র তিওয়ারি। চতুর্থ মরশুমের গল্পের প্রেক্ষাপট ফুলেরা গ্রামপঞ্চায়েতের ভোট। যেখানে প্রধান মঞ্জুদেবী নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। কারণ ভোটের ময়দানে এবার তাঁর সম্মুখ সমরে ক্রান্তিদেবী।
মঞ্জু বনাম ক্রান্তির লড়াই ভোটযুদ্ধে জর্জরিত সহজ-সরল ফুলেরা যেন এবার আরও পরিণত। ক্রান্তির জিত আর মঞ্জুর হারে যেন দর্শকদের মাথায় বাজ পড়েছে! তাই পঞ্চম সিজনের প্রেক্ষাপট হেরে যাওয়া দলের ঘুরে দাঁড়ানোর কাহিনি। নির্মাতারা জানিয়ে দিয়েছেন, আরও একবার ফুলেরায় আসার জন্য প্রস্তুত হোন। নতুন মরশুম নিয়ে আসছি। সেই পোস্টারেই তাঁরা জানিয়েছেন, ‘পঞ্চায়েত ৫’ (Panchayat 5) মুক্তি পাবে ২০২৬ সালে।
ভোটে জিতে মঞ্জু বনাম ক্রান্তির লড়াই কোনদিকে গড়াবে, সেই কৌতূহল চতুর্থ সিজন শেষ হওয়ার পর থেকেই ছিল। এবার নির্মাতারা জানালেন, সেই প্রেক্ষাপটেই এগোবে গল্প। নতুন সিজনে সচিবজির সঙ্গে রিংকির প্রেম কোনদিকে গড়ায়, সেটাও নজরে থাকবে দর্শকদের। কারণ দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, ‘রিংকি’ সানভিকা জীতেন্দ্রকে চুমু খেতে চাননি, তাই চিত্রনাট্য বদলাতে হয়েছিল। এবার কি জুটির রোম্যান্স দেখতে পাবেন দর্শকরা? শুরু অপেক্ষা।
ইউটি/এসএন