অবশেষে প্রতীক্ষার অবসান। ‘উরি’ খ্যাত পরিচালক আদিত্য ধরের নতুন অ্যাকশন থ্রিলার 'ধুরন্ধর'-এর প্রথম ঝলক সামনে এল, আর তাতেই তোলপাড় বলিউড! এবার রণবীর সিং হাজির একেবারে নতুন অবতারে; রাফ লুক, রক্তমাখা মুষ্টি আর মুখে সিগারেট নিয়ে যেন এক চলন্ত ঝড়। ‘ধুরন্ধর’ যে শুধু একটি সিনেমা নয়, বরং রণবীরের অ্যাকশন কেরিয়ারের এক নতুন সংজ্ঞা হতে চলেছে, তার ইঙ্গিত মিলেছে প্রথম টিজারেই।
প্রথম ঝলকেই চোখে পড়েছে রণবীরের দুর্দান্ত ট্রান্সফরমেশন। লম্বা চুলে রণবীরকে দেখা গেছে একেবারে ব্রুটাল অ্যাকশনে। শত্রুদের একে একে ছিঁড়ে ফেলছেন, বাউন্সার স্টাইলে মারমুখী অ্যাটিটিউডে। টিজারের ক্যাপশনেই বলা হয়েছে, “এক আগুন জন্ম নেবে। উন্মোচিত হবে অজানা কিছু মানুষের সত্যি গল্প।”
এই সিনেমায় আরও বড় চমক হচ্ছে তারকাখচিত কাস্ট। রণবীর সিংয়ের সঙ্গে রয়েছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর. মাধবন, অর্জুন রামপাল এবং নবাগতা সারা অর্জুন, যিনি মাত্র ২০ বছর বয়সেই বলিউডে পা রাখছেন এই ছবির মাধ্যমে।
৫ ডিসেম্বর ২০২৫ মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর’। আর সেই দিনেই বলিউডের বক্স অফিসে হবে এক বিশাল সংঘর্ষ। কারণ একই দিনে মুক্তি পেতে চলেছে প্রভাসের ‘দ্য রাজা সাব’ এবং শহিদ কাপুর ও বিশাল ভরদ্বাজের নতুন ড্রামা ফিল্ম। তিন তারকার তিন ভিন্ন ধারার সিনেমা। এটাই হতে চলেছে বলিউডের বছরের সবচেয়ে উত্তপ্ত বক্স অফিস যুদ্ধ।
সবচেয়ে বিশেষ দিক হলো, রণবীর সিং তার ৪০তম জন্মদিনে প্রথমবারের মতো ছবির সম্পূর্ণ ফাইনাল কাট দেখেছেন। এর আগে তিনি শুধুমাত্র রাফ ফুটেজ দেখেছিলেন। ছবিটি দেখে তিনি এতটাই মুগ্ধ যে নিজের মুখেই প্রশংসা করেছেন আদিত্য ধরের পরিচালনার।
‘ধুরন্ধর’ নিয়ে বলিউডে শুরু হয়েছে উত্তেজনার ঢেউ। ‘উরি’-র মতোই আদিত্য ধর এবারও বাস্তবধর্মী এক অ্যাকশন কাহিনি উপহার দিতে চলেছেন—আর তার কেন্দ্রে রয়েছেন রণবীর সিং, এক আগুন হয়ে।
এসএন