বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিসিএস (আনসার) ক্যাডারের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) জননিরাপত্তা বিভাগের আওতাধীন আনসার-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব রাজিব আহমেদ।
বদলি আদেশে বলা হয়, মো. আব্দুল সামাদকে রংপুর রেঞ্জ থেকে বদলি করে বরিশাল রেঞ্জে পরিচালক পদে পদায়ন করা হয়েছে।
অপরদিকে মো. আসাদুজ্জামান মনিকে বরিশাল রেঞ্জ থেকে বদলি করে ৮ আনসার ব্যাটালিয়ন, কাকিনাড়া, ঠাকুরগাঁওয়ে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এফপি/ টিএ