আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগদানের পর আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) আবহে ব্যাপক বদল এসেছে। হু হু করে বেড়েছে দলটির সমর্থক, সামাজিক মাধ্যমের অনুসারী এবং জার্সি ও টিকিট বিক্রির সংখ্যাও। মেসির কল্যাণে মায়ামি ইতোমধ্যে একাধিক টাইটেলও জিতেছে। তবে তাদের স্বপ্ন এখানেই সীমাবদ্ধ থাকছে না। সেলক্ষ্যে আরও এক বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকাকে পেতে চায় ডেভিড বেকহ্যামের ক্লাব।
আলবিসেলেস্তে মিডফিল্ডার রদ্রিগো ডি পল ইন্টার মায়ামির কাছ থেকে প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। যদিও এই তারকার সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে। সতীর্থ মেসির ক্লাবের পক্ষ থেকে আসা এই প্রস্তাব নিয়ে ডি পল শিগগিরই মায়ামিকে প্রতিক্রিয়া জানাতে পারেন।
টিওয়াইসি’র তথ্যমতে, ৩১ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডার যদি এই প্রস্তাবে সম্মতি দেন, তবেই দর-কষাকষিতে যাবে ইন্টার মায়ামি ও অ্যাতলেটিকো। সেই অপেক্ষায় আছে এমএলএসের ক্লাবটি, লা গারজাসরা এখনই স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে কথাবার্তা শুরু করেনি। এর আগে ২০২১ সালের জুলাইতে অ্যাতলেটিকোয় যোগ দেন ডি পল। এখন পর্যন্ত তিনি ক্লাবটির জার্সিতে ১৮৭ ম্যাচ খেলেছেন, ১৪ গোল করেছেন এই মাঝমাঠের তারকা।
এর আগে রদ্রিগো ডি পল স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে ৪৪ ম্যাচ খেলে স্বদেশি রেসিং ক্লাব ও ইতালির উদিনেসে (১৮৪) ক্লাব হয়ে আবারও নতুন স্প্যানিশ ঠিকানায় আসেন। লিওনেল স্কালোনি কোচ হওয়ার পর থেকে আর্জেন্টিনা জাতীয় দলের নিয়মিত সদস্য ডি পল। তিনি নিজেও মাঝমাঠের পারফরম্যান্সে ভরসা হয়ে উঠেছেন এই বিশ্বকাপজয়ী কোচের। জাতীয় তার এক সময়কার সতীর্থ হাভিয়ের মাশ্চেরানো বর্তমানে মায়ামির কোচ, ফলে ক্লাবটি থেকে প্রস্তাবনার পেছনে মাশ্চেরানো-মেসি উভয়েরই ভূমিকা থাকতে পারে।
মেসি ছাড়াও মায়ামিতে আর্জেন্টিনার আরও বেশ কয়েকজন ফুটবলার খেলছেন। বর্তমানে ক্লাবটির প্রধান গোলরক্ষক ওস্কার উস্তারি, যিনি সর্বশেষ ক্লাব বিশ্বকাপে পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন। এ ছাড়া কোচ মাশ্চেরানো-মেসি ছাড়াও আলবিসেলেস্তেদের মধ্যে মেন ইন পিংকদের স্কোয়াডে আছেন মার্সেলো উইগান্ডট, টমাস অ্যাভিলেস, গঞ্জালো লুজান, বাল্তাসার রদ্রিগেজ, তাদেও অ্যালেন্দে, রোকো রিওস ও ফেদেরিকো রেদোন্দো।
প্রসঙ্গত, চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথমবার খেলার সুযোগ পেয়েছিল মেসি-সুয়ারেজদের মায়ামি। ইতিহাস গড়ে তারা শেষ ষোলোতেও উঠেছিল। তবে সেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পায় ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজিকে। সেই ম্যাচে অবশ্য ফরাসি জায়ান্টরা মায়ামিকে ৪-০ গোলে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
আরআর/টিকে