সম্প্রতি সংগীতপ্রেমীসহ নেটিজেনদের মাঝে দ্রুতই জায়গা করে নিয়েছে ‘গুলবাহার’ শিরোনামের একটি গান। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে গানটি এখন রীতিমতো ভাইরাল, নেটিজেনরা মেতেছেন ‘বাকের আলীর মেয়ে গুলবাহার’ -এর সুর আর গল্পে।
এটি নির্বাসিত ভালোবাসার এক অপূর্ণ যাত্রার প্রতিচ্ছবি। গানের সুর গেয়ে ওঠে এক নিরাশ হৃদয়ের কথা, যে ভালোবেসে ফেলেছিল গুলবাহারকে। সেই গুলবাহার, যার রূপ এতটাই মুগ্ধকর যে তার পাশে তারারাও ম্লান হয়ে যেত।
যে সৌন্দর্য কোনো শব্দে বর্ণনা করা যেত না, তা-ই যেন জীবন্ত হয়ে উঠেছে এই গানে। প্রতিটি রূপকথার মতোই, এই গল্পের শুরুটাও ছিল প্রথম দেখার সেই মন্ত্রমুগ্ধ করা মুহূর্ত দিয়ে। আর শেষটা হলো কিছু দুর্ভাগ্যজনক মোড়ে, যা ভালোবাসাকে এনে দিয়েছে এক অপূর্ণ পরিণতি।
এক নেটিজেন এই গানটি নিয়ে মন্তব্য করেছেন যে, ‘এই গানে "গুলবাহার" এর চেহারা ইচ্ছাকৃতভাবে আড়ালে রাখা হয়েছে যেন প্রতিটি শ্রোতা গান শুনে নিজের কল্পনার গুলবাহারকে খুঁজে নেন। যাকে দেখা যায় না, কিন্তু অনুভবে যার উপস্থিতি ছড়িয়ে থাকে পুরো সুরজুড়ে।’
আরেজনের কথায়, ‘কি চমৎকার! এই প্রথমবার নিজের দেশের তরুণ একজন শিল্পীর গান বারংবার শুনলাম।গানের কথাগুলো কি দারুণ।’
গানটি লিখেছেন ও সুর করেছেন ইশান মজুমদার। এর সংগীত আয়োজন ও প্রযোজনায় ছিলেন শুভেন্দু দাস শুভ। গানের মিক্স ও মাস্টারিং করেছেন ইফতে খায়েরুল আলম শুভ।
এসএন