কানাডার ক্যালগেরি বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে পারমিতা মুন্সী পরিচালিত ছবি ‘হেমা মালিনী’। এই উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ছবিটি আগামী আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। যেখানে চিরঞ্জিত ‘ধর্মেন্দ্র’র আদলে তৈরি চরিত্রে অভিনয় করেছেন।
কেবল চিরঞ্জিতই নন ‘হেমা মালিনী’ পেয়েছে আরও দুটি পুরস্কার। পারমিতা মুন্সী পেয়েছেন সেরা গল্প ও চিত্রনাট্যকারের পুরস্কার, আর জ্যেষ্ঠ অভিনেত্রী চৈতী ঘোষাল অর্জন করেছেন ‘স্পেশাল জুরি মেনশন’।
এই উৎসবে বাংলা ছবির পাশাপাশি বিদেশি দর্শকও ‘হেমা মালিনী’র অভিনব গল্প ও চিত্রনাট্যের প্রশংসা করেছেন। দীর্ঘদিন পর চিরঞ্জিতকে ভিন্নধর্মী চরিত্রে দেখে দর্শক মুগ্ধ।
পরিচালক পারমিতা মুন্সী জানান, ‘হেমা মালিনী’ একটি ‘কনসেপ্ট’, মানুষ যা হতে চায় কিন্তু হতে পারে না, সেই অপ্রাপ্তির গল্প। ছবিতে হেমা মালিনী কোনো ব্যক্তির নাম নয়, বরং মা লক্ষ্মীর এক নাম। এটি একটি উত্তরণের গল্প, যেখানে প্রধান চরিত্রটি 'হেমা মালিনী সিনড্রোম'-এ ভোগে।
পুরস্কার পেয়ে চিরঞ্জিত চক্রবর্তী এবং পারমিতা মুন্সী দুজনেই আনন্দিত। বিদেশের মাটিতে বাংলা ছবির এমন স্বীকৃতি তাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাচ্ছে। চৈতী ঘোষালও তার ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য পুরস্কার পেয়ে আপ্লুত, এবং তিনি আশা করেন দর্শক ছবিটি হলে এসে দেখবেন।
এমকে/টিএ