‘ডন কে পকড়না মুশকিল হি নহি... নামুমকিন হ্যায়’— এই সংলাপ যাঁর ঠোঁটের ছোঁয়ায় বলিউডের ইতিহাসে অমর হয়ে আছে, সেই শাহরুখ খান নাকি আবারও ফিরছেন ডনের ভূমিকায়। তবে diesmal পূর্ণ রূপে নয়, বরং একটি চমকপ্রদ ক্যামিওতে!
বলিউডে এখন তীব্র গুঞ্জন, ফারহান আখতার পরিচালিত 'ডন ৩' ছবিতে রণবীর সিংয়ের নতুন ডন অবতারের সঙ্গে একই পর্দায় দেখা যেতে পারে কিং খানকেও। সূত্র বলছে, এই ক্যামিওটি কেবল একটি ছোট চরিত্র নয়, বরং পুরনো ডনদের সঙ্গে নতুন গল্পের একটি সেতুবন্ধ তৈরি করবে।
জানা গেছে, ফারহান আখতার নিজে এই বিশেষ দৃশ্যের পরিকল্পনা নিয়ে গিয়েছিলেন শাহরুখের কাছে। যদিও বর্তমানে শাহরুখ ‘কিং’ ছবির ব্যস্ত শুটিংয়ে আছেন, তবু বন্ধুত্বের টানে তিনি নাকি এই প্রস্তাবে সম্মতি দেন।
এটা হলে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে আসবেন রণবীর সিং ও শাহরুখ খান। শুধু ভক্তদের জন্য নয়, বলিউড ইতিহাসের দৃষ্টিকোণ থেকেও এটি এক আইকনিক মুহূর্ত হতে চলেছে।
এছাড়া সিনেমার কাস্ট নিয়েও চলছে নানা গুঞ্জন। কখনও শোনা গেছে কিয়ারা আদভানী ছবিটি ছেড়ে দিয়েছেন, আবার সাম্প্রতিক খবর বলছে, তিনিই থাকছেন মূল নারী চরিত্রে। আরও বড় চমক হতে পারে প্রিয়াঙ্কা চোপড়ার ‘রোমা’ চরিত্রে ফিরে আসা। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
অন্যদিকে শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত বিক্রান্ত ম্যাসে যুক্ত হচ্ছেন এক গুরুত্বপূর্ণ ভূমিকায়। সব মিলিয়ে নতুন ডন ছবিটি হতে চলেছে অনেক বড় ক্যানভাসে তৈরি এক থ্রিলিং অভিজ্ঞতা।
শাহরুখের এই ক্যামিও যদি সত্যি হয়, তাহলে এটি হতে পারে ‘ডন’ ইউনিভার্স গঠনের সূচনা। একটি প্রজন্মের নায়ক থেকে আরেক প্রজন্মের হাতে ‘ডন’-এর সিংহাসন হস্তান্তরের চিহ্ন হিসেবেও দেখছেন অনেকেই।
এসএন