‘কণ্ঠে বসতি সরস্বতী’, এই প্রবাদ শ্রেয়া ঘোষালের ক্ষেত্রে অক্ষরে অক্ষরে প্রযোজ্য। গায়িকার কণ্ঠে যে ‘সাক্ষাৎ সরস্বতীর বাস’, একথা ভারতীয় সঙ্গীতদুনিয়ার অনেকেই বলেন। যেমন সুরেলা কণ্ঠ, তেমনই মিষ্টভাষী আর মাটির মানুষ শ্রেয়া। এবার নেদারল্যান্ডসের আমস্টারডামে মিউজিক ট্যুরে গিয়ে এমন ম্যাজিক দেখালেন, যাতে স্তম্ভিত গায়িকার শত সহস্র অনুরাগী। দাবানল গতিতে ভাইরালও হয়েছে সেই ভিডিও।
ঠিক কী ঘটেছে? ভাইরাল ওই ভিডিওতে দেখা গেল, মঞ্চের নেপথ্যে এক মহিলা অনুরাগীর সঙ্গে কথোপকথনে ব্যস্ত শ্রেয়া ঘোষাল। সেই মহিলা অন্তঃসত্ত্বা। পরনে তাঁর ম্যাটারনিটি পোশাক। কালো জ্যাকেট। বেবি বাম্প-এই স্পষ্ট গায়িকার ওই অনুরাগী আট কিংবা নয় মাসের অন্তঃসত্ত্বা। দেখেই উচ্ছ্বসিত হয়ে এগিয়ে গেলেন শ্রেয়া। হাঁটু মুড়ে বসে দু’হাতে বেবি বাম্প আগলে গান ধরলেন- ‘পিয়া বোলে, পিউ বোলে…।’ বলিউড সিনেমা ‘পরিণীতা’য় শ্রেয়া ঘোষালের গাওয়া এই গান দেড় দশক পেরলেও আজও শ্রোতাদের কাছে হিট। আর গায়িকা গান ধরতেই পরের ম্যাজিকটা ধরা পড়ল ক্যামেরায়। শ্রেয়ার অভিব্যক্তিতেই স্পষ্ট হল, তিনি ওই মহিলা অনুরাগীর গর্ভস্থ সন্তানের নাড়াচাড়া টের পাচ্ছেন। বেবি বাম্পে হাত বুলিয়ে পালটা সাড়া দিলেন গায়িকাও। থ্রি ইডিয়টস সিনেমার সংলাপ ধার করে নিয়ে বললেন- ‘অল ইজ ওয়েল…।’ ওই অন্তঃসত্ত্বা ভক্তের সঙ্গে ছিলেন তাঁর স্বামীও। দুজনেই শ্রেয়া ঘোষালের এহেন মিষ্টি আচরণে মুগ্ধ। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেটপাড়ায় ভাইরাল।
এই মিষ্টি ভিডিও মন কেড়েছে নেটপাড়ার। যা কিনা বর্তমানে নেটভূবনের স্পটলাইটে। শুধু গায়িকা নন, মানুষ হিসেবেও শ্রেয়া যে অনন্যা, সেকথাই বলছেন অনুরাগীমহল। কারও মতে, শ্রেয়ার মতো আরেকজন সেলেব দেখলাম না। এইজন্যই উনি একমেবাদ্বিতীয়ম। কারও মতে, এতো জাদু দেখালেন শ্রেয়া। কেউ কেউ অবাক হয়ে বলছেন, হে ঈশ্বর! একটা ম্যাজিক্যাল মুহূর্ত। কারও কথায়, যেমন মাটির মানুষ, তেমন সুন্দরী শ্রেয়া। সবমিলিয়ে গায়িকার নতুন ভিডিও ঝড় তুলে দিয়েছে নেটপাড়ায়।
এসএন