পর্যাপ্ত আন্তর্জাতিক মানের ক্রিকেটার না থাকা, ধারাবাহিক পারফর্মারের অভাব, দায়িত্বশীল ব্যাটারদের কাছ থেকে রান না পাওয়ায় ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
একেকটা সিরিজ যায় আর রচিত হয় টাইগারদের ব্যর্থতার গল্প। নখদন্তহীন ব্যাটিংয়ে পরাজয়ের পাল্লাটা ভারী করে সমালোচনায় বাক্সবন্দি বাংলাদেশের ক্রিকেট। ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়া, বড় ইনিংস খেলতে না পারা কিংবা প্রতিপক্ষের সামনে বারবার অসহায়ত্ব দেখিয়েছে টাইগাররা। জয়-পরাজয় ছাপিয়ে লড়াই করতেই যে ভুলে গেছে দল। প্রথম ওয়ানডেতে প্রায় ১৫ ওভার আগে অল আউট হয় বাংলাদেশ।
এই সিরিজ হারের কারণ ব্যাখ্যায় দেশে আন্তর্জাতিক মানের ক্রিকেটারের অভাব দেখছেন গাজী আশরাফ হোসেন লিপু। পাল্লেকেল্লেতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমাদের হাতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো খেলোয়াড়ের সংকট আছে। ৩০ জন খেলোয়াড়কে ঘিরেই আবর্তিত হচ্ছে সবকিছু। তবে আশা করি ‘এ’ দল, এইচপি থেকে খেলোয়াড় উঠে আসবে।’
মেহেদী হাসান মিরাজ থাকলে দলে মোসাদ্দেক হোসেন সৈকতের সুযোগ নেই- এমন মন্তব্য করে সমালোচনার জন্ম দেন গাজী আশরাফ হোসেন লিপু। অনাকাঙ্ক্ষিত সেই মন্তব্যের জন্য মোসাদ্দেকের কাছে দুঃখপ্রকাশ করেছেন প্রধান নির্বাচক।
লিপু বলেন, ‘আমি বলেছিলাম যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ মোসাদ্দেকের সুযোগ নেই। রাতে চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ দেখলাম। তখন বুঝলাম, আমার বলা উচিত ছিল যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ মোসাদ্দেকের সুযোগ কম। তিনটা শব্দচয়ন ভুল ছিল, আমি নিজে অনুধাবন করি যে বক্তব্যটা আমি ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। দুই দিন পর মোসাদ্দেকের সঙ্গে দেখা হয়, আমি তাকে সরি বলি।’
কেএন/টিএ