ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে নিশো-চঞ্চল-এর ‘দম’

সিনেমার নাম ‘দম’। অর্থ শুধু নিঃশ্বাস নয়, বরং এক সাধারণ মানুষের ভেতর লুকিয়ে থাকা বিস্ফোরণের মতো শক্তির নাম ‘দম’। এই সিনেমার মাধ্যমেই প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন দুই তারকা—আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। পরিচালনায় রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি। মুক্তির সময়ও চমকপ্রদ—২০২৬ সালের ঈদুল ফিতর। তবে এই সিনেমা মুক্তির আগেই সিনেমাপ্রেমীদের মনে জমে উঠেছে উত্তেজনার মেঘ।

রেদওয়ান রনির মতে, ‘দম’ শুধুই একটি গল্প নয়, বরং এটি এক জীবনদায়ী অনুপ্রেরণা। বহুদিন ধরে এমন গল্পের খোঁজে ছিলেন তিনি। অবশেষে এমন একটি চরিত্র পেয়েছেন, যা নিছক রূপালি পর্দার জন্য নয়—বরং দর্শকদের অন্তর্গত শক্তিকে নাড়া দেওয়ার মতো।

আফরান নিশো এর আগেও নিজের পারফরম্যান্স দিয়ে তাক লাগিয়েছেন। তবে ‘দম’-এ তাঁর চরিত্র যেন একধাপ ওপরে। এই সিনেমাকে তিনি বলছেন ‘সারভাইভাল ইনস্পিরেশনাল থ্রিলার’। এমন গল্প ও চরিত্র এর আগে বাংলাদেশি সিনেমায় দেখেননি বলেই জানান তিনি। তাঁর মতে, অভিনয়ের চ্যালেঞ্জটাই তাঁকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে।

চঞ্চল চৌধুরী বরাবরই ব্যতিক্রমী। এবারো তিনি ব্যতিক্রমী এক রূপে আসছেন। তাঁর ভাষ্য, “রেদওয়ান রনির পরিচালনায় আবারও কাজ করতে পারা দারুণ এক অনুভূতি। ‘দম’-এর গল্প ও চরিত্র একেবারেই আলাদা। এতে আমি এমন এক জায়গায় কাজ করছি, যা আমার আগের কোনও সিনেমার সঙ্গে মেলে না।”

এই বিশেষ প্রজেক্টের পেছনে রয়েছে শক্তিশালী প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। এসভিএফের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, নিশোকে নিয়ে এটি তাদের বড় বাজেটের আয়োজন। ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘তাণ্ডব’-এর সাফল্যের পর ‘দম’ হবে সেই ধারার উপযুক্ত উত্তর।

সিনেমাটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত। নির্মাতার ভাষায়, চরিত্রগুলোর মধ্যে রয়েছে একাধিক স্তর ও বাঁক। সিনেমার নারী চরিত্র এখনো ঘোষণা করা হয়নি, তবে নির্মাতারা জানাচ্ছেন, খুব শিগগিরই তা চূড়ান্ত হবে। ইতিমধ্যেই চলছে লোকেশন স্কাউট, এবং শিগগিরই শুরু হবে মূল শুটিং।

এই প্রথমবার দেশের দুই জনপ্রিয় অভিনেতা একই সিনেমায় একসঙ্গে কাজ করছেন। তাও আবার এমন একজন নির্মাতার হাত ধরে, যিনি তার গল্প বেছে নেন দায়িত্ব ও সময়কে মাথায় রেখে। ফলে, ‘দম’ কেবল আরেকটি ছবি নয়—এটি হয়ে উঠতে চলেছে বাংলা সিনেমার নতুন সময়ের এক প্রতীক।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
পারিবারিক বিরোধে চিত্রনায়িকা পপির চাচাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ Jul 10, 2025
img
বাংলাদেশ ব্যাংকের তিন সাবেক গভর্নরসহ ৯ শীর্ষ কর্তাদের নথি তলব Jul 10, 2025
img
রাজধানী ঢাকাসহ ১২ জেলায় হতে পারে ঝড় Jul 10, 2025
img
প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত দুই বিষয়ে একমত হয়েছে দলগুলো: আলী রীয়াজ Jul 10, 2025
img
পলিথিন বন্ধে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান : পরিবেশ উপদেষ্টা Jul 10, 2025
img
পুরো আসনের ভোটের ফল স্থগিত বা বাতিল করার ক্ষমতা ফেরত চাইল ইসি Jul 10, 2025
img
নির্বাচনের কারণে পেছাতে পারে এবারের বিপিএল Jul 10, 2025
img
এস আলম পরিবারের সিঙ্গাপুরের ব্যাংক হিসাব-শেয়ার ফ্রিজ Jul 10, 2025
img
চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে গিয়েছি : আসিফ আকবর Jul 10, 2025
img
শাজাহান খানের মেয়ের সম্পদের বিবরণী চাইল দুদক Jul 10, 2025
শাপলা-দোয়েল বাদ, তালিকায় থাকল যেসব প্রতীক Jul 10, 2025
নিজের ভবিষ্যৎ গড়তে মা-বাবার বিরুদ্ধেই মামলা! কী বলছে আইন? Jul 10, 2025
img
জওয়ানের চরিত্রে অভিনয়ের আগে কঠিন প্রস্তুতিতে ব্যস্ত সালমান খান Jul 10, 2025
মা-বাবার বিরুদ্ধে মেহরীনের মামলা: ভেঙে পড়ছে কি পারিবারিক বন্ধন? Jul 10, 2025
img
রাজনীতিতে নতুন লক্ষ্য কি প্রধানমন্ত্রী হওয়া? জবাব দিলেন কঙ্গনা Jul 10, 2025
পরশুরামে পানি কমলেও প্লাবিত হচ্ছে ফেনি শহর Jul 10, 2025
শাপলা প্রতীক নিয়ে এনসিপি-ইসির বিরোধে মুখ খুললেন রাশেদ খান Jul 10, 2025
নামাজে মনোযোগ ধরে রাখার উপায় Jul 10, 2025
img
ভোটে ইভিএম ব্যবহার না করার পক্ষে মত দিয়েছে নির্বাচন কমিশন Jul 10, 2025
img
ভোটে আইনশৃঙ্খলার দায়িত্বে ভূমিকা রাখবেন ইসি সানাউল্লাহ Jul 10, 2025