লোহিত সাগরে হুতিদের হামলায় জাহাজডুবি, প্রাণ গেল ৪ জনের

লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন নৌকা দিয়ে হামলা চালিয়ে আরও একটি মালবাহী জাহাজ ডুবিয়ে দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। জাহাজটি থেকে ছয়জন নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে চারজন নিহত এবং আরও অন্তত ১৫ জন নিখোঁজ হয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

হুতি জানিয়েছে, গত সোমবার (৭ জুলাই) ইটার্নিটি সি নামের গ্রিসের মালিকানাধীন জাহাজটিতে একটি চালকবিহীন নৌকা এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। যার লক্ষ্য গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ এবং সামরিক আগ্রাসন বন্ধে ইসরাইলি সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টি করা।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইটার্নিটি সি ইসরাইলের দিকে যাচ্ছিল। এ সময় তাতে হামলা চালানো হয়। হামলার দুদিন পর বুধবার (৯ জুলাই) জাহাজটি ডুবে যায়। হামলার পর হুতি যোদ্ধারা ‘জাহাজের বেশ কয়েকজন নাবিককে উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদান করেছে এবং নিরাপদ স্থানে নিয়ে গেছে।

হুতি বিদ্রোহীরা এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে ইটারনিটি সি জাহাজে হামলার পুরো দৃশ্য তুলে ধরা হয়েছে। এতে নাবিকদের সরে যাওয়ার জন্য টেলিফোন কল এবং জাহাজটি ডুবে যাওয়ার আগে বিস্ফোরণও দেখানো হয়েছে।

এদিকে ইয়েমেনে মার্কিন মিশন হুতিদের বিরুদ্ধে ইটারনিটি সি থেকে অনেক নাবিক অপহরণের অভিযোগ এনেছে এবং তাদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে। ব্রিটিশ সামরিক বাহিনী পরিচালিত যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) মঙ্গলবার জানায়, হামলায় জাহাজটির ‘উল্লেখযোগ্য ক্ষতি’ হয় এবং এটি ‘পরিচালনা শক্তি হারিয়ে ফেলে’।

যুক্তরাজ্য-ভিত্তিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানায়, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জাহাজটি হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বন্দর শহর হোদেইদাহ উপকূলের কাছে ডুবে গেছে।

এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে লোহিত সাগরে হামলা চালিয়ে একটি মালবাহী জাহাজ ডুবিয়ে দেয় হুতি বিদ্রোহী গোষ্ঠী। গত সোমবার (৭ জুলাই) এক বার্তায় গোষ্ঠীটি জানায়, গুলি, রকেট ও দূরনিয়ন্ত্রিত বিস্ফোরকভর্তি নৌকা ব্যবহার করে চালানো হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটি ডুবে গেছে।

আল মাসিরা টিভির প্রতিবেদন মতে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেন, ম্যাজিক সিজ জাহাজটি সম্পূর্ণরূপে সমুদ্রের গভীরে ডুবে গেছে। তিনি আরও নিশ্চিত করেন, জাহাজটি ডুবে যাওয়ার দৃশ্যের অডিও ও ভিডিও ফুটেজ ধারণ করা হয়েছে।

হুতির পক্ষ থেকে আরও বলা হয়, লাইবেরিয়ার পতাকাবাহী ম্যাজিক সিজ নামের জাহাজে জাহাজে থাকা ১৯ নাবিককে নিরাপদে নেমে যেতে দেয়া হয়েছে। জাহাজটির গ্রিক মালিকানাধীন প্রতিষ্ঠান স্টেম শিপিং জানায়, ওই জাহাজের পাশ দিয়ে যাওয়া আরেকটি বাণিজ্যিক জাহাজ সব নাবিককে উদ্ধার করে জিবুতির উদ্দেশে রওনা করে। 

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সাহসী মন্তব্যে ফের বিতর্কে রাশমিকা মান্দানা Nov 07, 2025
img
রাম চরণ-জাহ্নবী কাপুরের ‘চিকিরি’ গানে মুগ্ধ দর্শক Nov 07, 2025
img
জাহানারা চাইলে সরকার আইনগত ব্যবস্থা নেবে: ক্রীড়া উপদেষ্টা Nov 07, 2025
img
‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি Nov 07, 2025
img
আল্লু অর্জুনকে নিয়ে ফিরছে ‘সরাইনোডু’-এর সিক্যুয়েল Nov 07, 2025
img
সালমান খানের বিজ্ঞাপন নিয়ে আইনি বির্তক Nov 07, 2025
img
বিচ্ছেদের পথে নীল-ঐশ্বরিয়া Nov 07, 2025
img
রাজধানীতে আ. লীগের ৬ নেতাকর্মী আটক Nov 07, 2025
img
যুক্তরাষ্ট্রে হাজারো ফ্লাইট বন্ধ করে দিচ্ছে বিমানবন্দরগুলো Nov 07, 2025
img
ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল দাস তৈরির কারখানায় পরিণত হয়েছে: নাহিদ ইসলাম Nov 07, 2025
img
জাহানারার অভিযোগের প্রেক্ষিতে তামিম ইকবালের ফেসবুক পোস্ট Nov 07, 2025
img
জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র নিশ্চিত করেছিলেন : দুলু Nov 07, 2025
img
রোনালদোর সমালোচনার জবাবে মুখ খুললেন ইউনাইটেড কোচ Nov 07, 2025
img
পরকীয়া নিয়ে মন্তব্য করলেন অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল, আলোচনায় অভিনেতার অতীত Nov 07, 2025
img
মোহামেডান ও আবাহনীর পর ফের কিংসের ওপর ফিফা নিষেধাজ্ঞা Nov 07, 2025
img
ভাঙার নয়, গড়ার মন্ত্র দিলেন অমিতাভ বচ্চন! Nov 07, 2025
img
কোহলিকে সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার বললেন স্টিভ ওয়াহ Nov 07, 2025
img
পোশাক নিয়ে মন্তব্যের জেরে বিতর্কে পাকিস্তানি টিকটকার Nov 07, 2025
মেধা মূল্যায়ন পরীক্ষা পরিদর্শনে ডাকসু ভিপি Nov 07, 2025
‘আমি ই/রা/নে হা/ম/লা/র মূল পরিকল্পনাকারী ছিলাম’ Nov 07, 2025