মেন্ডিসের মতো নির্ভীক ব্যাটিং চান লিটনদের কাছে মুশতাক

মারো নয়ত মরো—বাংলাদেশের বিপক্ষে কুশল মেন্ডিসের ব্যাটিংয়ের দর্শনই যেন এটা। ডানহাতি ব্যাটারের বিপক্ষে বল কোথায় ফেলবেন তা যেন বুঝে উঠতে পারেন না বাংলাদেশের পেসার কিংবা স্পিনাররা। পুরো সিরিজ জুড়েই বিস্ফোরক ব্যাটিংয়ে বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছেন মেন্ডিস। হেরে যাওয়ার ভয় মাথায় নিয়ে পড়ে না থেকে বাংলাদেশের ব্যাটারদের কাছে মেন্ডিসের মতো ভয়-ডরহীন ক্রিকেট খেলা দেখতে চান মুশতাক আহমেদ।

রান তাড়ায় পাল্লেকেলে রীতিমতো চার–ছক্কার বৃষ্টি ঝরান পাথুম নিশাঙ্কা ও মেন্ডিস। তাদের দুজনের ব্যাটে বাংলাদেশকে খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে উঠেছিল। একের পর এক চার ছক্কায় বাংলাদেশের ফিল্ডাররা বল কুড়িয়ে শেষ করতে পারছিলেন না। একপ্রান্ত নিশাঙ্কা যেমন আক্রমণাত্বক হয়ে উঠেছেন অন্যপ্রান্তে মেন্ডিস হয়ে উঠেছেন আরও বেশি ভয়ঙ্কর। কে কার চেয়ে বেশি চার-ছক্কা মেরে রান তুলবেন সেই প্রতিযোগিতায় যেন নেমেছিলেন। নিশাঙ্কা ফিরে গেলেও থামেননি মেন্ডিস। তিনটি করে ছক্কা ও চারে ৩১ বলেই পঞ্চাশ ছুঁয়ে ফেলেন ডানহাতি এই ব্যাটার। 

মোহাম্মদ সাইফউদ্দিনের বলে ফেরার আগে ৫১ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৭৩ রান করেছেন তিনি। বাংলাদেশের হয়ে অন্তত ১০ বল খেলা ব্যাটারদের মধ্যে একমাত্র পারভেজ হোসেন ইমনই মেন্ডিসের চেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। মেন্ডিসের মতো ভালো শুরু পেলেও ইমন থামেন ২২ বলে ৩৮ রান করে।



মুশতাক জানান, মেন্ডিস যেভাবে ব্যাটিং করেন বাংলাদেশের ব্যাটারদেরও এমনটাই করা উচিত। বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেন, ‘আমরা ভালো শুরু করেও তা ধরে রাখতে পারিনি। কুশল মেন্ডিস যেটা করে যাচ্ছে, আমাদের ব্যাটসম্যানদেরও তা–ই করা উচিত। ৩০–৪০ করে আউট না হয়ে গিয়ে ইনিংসটাকে বড় করতে হবে।’ 

সেই সঙ্গে এও পরামর্শ দিয়েছেন, ৩০–৪০ করে আউট না হয়ে ইনিংসটাকে যেন লিটন দাসরা বড় করেন। মুশতাক বলেন, ‘একজন ব্যাটার হিসেবে আপনি যখন মাঠে প্রবেশ করবেন তখন আপনাকে সুযোগটা কাজে লাগাতে হবে, বড় ইনিংস খেলতে হবে। ধরুণ, আপনি ৩০ রান করেছেন, তাহলে এটাকে ৭০ কিংবা ৮০রানে নিয়ে যেতে হবে। তখনই আপনি খেলাটা শেষ করে আসতে পারবেন অথবা ১৭০/১৮০ রানের পুঁজি দাঁড় করাতে পারবেন।’

সবশেষ কয়েক বছর ধরেই আক্রমণাত্বক ক্রিকেট খেলার আশ্বাস দিয়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটার, অধিনায়ক কিংবা টিম ম্যানেজমেন্ট। তবে মাঠের ক্রিকেটে সেটার প্রতিফলন নেই একদমই। অনেকের ধারণা, দ্রুত রান তোলার প্রচেষ্টা অল্পতেই আউট হয়ে যাওয়ার ভয় করেন বাংলাদেশের ব্যাটাররা। মনের মাঝে এমন সংশয়ের কারণেই চাইলেও মেন্ডিসদের মতো করে ব্যাটিং করতে পারেন না লিটন, তানজিদ হাসান তামিম কিংবা তাওহীদ হৃদয়রা। মুশতাক অবশ্য হেরে যাওয়ার ভয়কে পেছনে ফেলার পরামর্শ দিয়েছেন। বাংলাদেশের স্পিন বোলিং কোচের চাওয়া, মাঠে নেমে যাতে লিটনরা ইতিবাচক ক্রিকেট খেলেন। মুশতাক বলেন, ‘আমরা হেরে যাব এমন ভয় নিয়ে ক্রিকেট খেলা যাবে না। আপনাকে মাঠে নামতে হবে এবং ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করতে হবে।’


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

নোয়াখালীতে চোর গেলে যেন বুদ্ধি আসে; বর্ষায় ডুবে এলাকা Jul 16, 2025
মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে যে মন্তব্য করলেন ফরহাদ মজহার Jul 16, 2025
img
বাংলাদেশে আমরা কখনো আওয়ামী বাকশালীদের রাজনীতি করতে দেব না : পিনাকী ভট্টাচার্য Jul 16, 2025
img
আজ অনেকের মুখোশ উন্মোচিত হয়েছে, আগামীর জন্য এদের চিনে রাখাটা জরুরি : আসিফ মাহমুদ Jul 16, 2025
img
এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্যে হামলা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা:নাহিদ ইসলাম Jul 16, 2025
img
গোপালগঞ্জ জেলার আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত Jul 16, 2025
img
আগামীকাল সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি Jul 16, 2025
img
ছেলের কাজে গর্বিত অমিতাভ বচ্চন, প্রাকাশ্যে করলেন প্রশংসা Jul 16, 2025
img
শুরুর বিপর্যয় সামলে ঘুরে দাঁড়াল বাংলাদেশ Jul 16, 2025
img
যমুনার চরে বজ্রাঘাতে প্রাণ গেল ছাত্রের Jul 16, 2025
img
‘আকসার ২’ শুটিংয়ে অপ্রীতিকর অভিজ্ঞতা শেয়ার করলেন জেরিন Jul 16, 2025
img
গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিক্ষোভ Jul 16, 2025
img
৩ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৪ ঘণ্টার আলটিমেটাম Jul 16, 2025
img
কিংসের অনুশীলন মাঠে সাফের ম্যাচ, দর্শকশূন্য আয়োজন Jul 16, 2025
img
তারেক রহমানের সভাপতিত্বে রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক Jul 16, 2025
img
মুক্তির আগেই ফাঁস হলো রজনীকান্তের ‘কুলি’র গল্প Jul 16, 2025
img
গোপালগঞ্জে হামলার ঘটনায় মাদারীপুরের পদযাত্রা স্থগিত করল এনসিপি Jul 16, 2025
img
হামলা যে মাত্রারই হোক গ্রহণযোগ্য নয়, অবশ্যই শাস্তির আওতায় আসবে : উপদেষ্টা রিজওয়ানা Jul 16, 2025
img
ছয় মাস গাড়ি চালাতে পারবেন না এমা ওয়াটসন Jul 16, 2025
img
আমাদেরকে মেরে ফেলাই ওদের উদ্দেশ্য : আখতার হোসেন Jul 16, 2025