দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা আবারও সরাসরি কথা বললেন নেপোটিজম নিয়ে। নিজের জীবন সংগ্রামের অভিজ্ঞতা ভাগ করে নিলেন এক সাক্ষাৎকারে। চলচ্চিত্র দুনিয়ায় যাঁরা পরিবারের পরিচয় ছাড়া এসেছেন, তাঁদের লড়াই যে কতটা কঠিন, বিজয় তা স্পষ্ট করেই জানালেন।
তিনি বললেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর কাছে কোনো গল্প ফিরিয়ে দেওয়ার সাহস ছিল না। ভালো না লাগলেও তিনি কিছু বলতে পারতেন না। সুযোগ হাতছাড়া হওয়ার ভয়ে যা আসত, তা-ই নিতে হতো। বিজয়ের ভাষায়, পেছনে কেউ না থাকলে সবসময় চিন্তা থাকে—পরের কাজ কবে আসবে জানা নেই।
সাক্ষাৎকারে বিজয় বললেন, তিনি এমন একজন অভিনেতাকে চেনেন যার বাবা প্রভাবশালী। সেই অভিনেতা সহজেই গল্প খারাপ হলে ফিরিয়ে দিতে পারে, আবার লেখককে দিয়ে সেটি ঠিকও করিয়ে নেয়। অথচ একজন বাইরের মানুষের কাছে এমন সুযোগ ছিল না।
বিজয় বলেন, পেল্লি চুপুলু থেকে অর্জুন রেড্ডি—সব ছবিই ছিল ঝুঁকির। কিছুই নিশ্চিত ছিল না। কিন্তু এখন তিনি সেই জায়গায় পৌঁছেছেন যেখানে সম্মানের সঙ্গে পরিচালকের সামনে নিজের মত স্পষ্ট করে বলতে পারেন। তিনি জানান, এখন আর তিনি চুপ থাকেন না।
যারা কোনো পরিচিতি ছাড়াই স্বপ্ন দেখে, তাদের জন্য বিজয়ের এই কথা অনুপ্রেরণার। তিনি প্রমাণ করেছেন, নিজের পরিশ্রম আর সাহস থাকলে অসম লড়াই জেতা যায়। বিজয়ের এমন স্পষ্ট বক্তব্য নতুন করে আলোচনায় এনে দিল দক্ষিণের সিনেমা জগতের নেপোটিজম বিতর্ক।
ইউটি/টিএ