বলিউডের প্রখ্যাত অভিনেত্রী সোহা আলি খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে বললেন, কর্মজীবী মা শর্মিলা ঠাকুরের দীর্ঘ অনুপস্থিতি কীভাবে ভাই সাইফ আলি খানের মনে প্রভাব ফেলেছিল।
দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে সোহা বলেন, “কখনও কখনও, মা আমার ভাইকে সপ্তাহের পর সপ্তাহ দেখতেন না। এরপর তিনি তাড়াহুড়ো করে ঘরে ফিরে এসে তাকে ঘুম পাড়াতে চাইতেন। কিন্তু সাইফ তখন বলত, ‘আমি তোমাকে চাই না। আমি এখন তোমাকে চাই না।’ কারণ সেও তখন মায়ের ওপর রাগান্বিত থাকত।”
তিনি আরও বলেন, “তখন সাইফ দিদির (সাবা আলি খান) সঙ্গে ঠিকই ছিল, আর মা তখন ভাবতেন, ‘আমি তাহলে এত তাড়াহুড়ো করে ফিরলাম কেন?’ সেই মানসিক চাপে অনেক সময় আপনি নিজ সন্তানদের সঙ্গেও বিরক্তিভাব প্রকাশ করেন। এটা সত্যিই অনেক কঠিন।”
সন্তান পালনের চ্যালেঞ্জ নিয়ে সোহা বলেন, “আমি নতুন মায়েদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। তারা কীভাবে নিজেদের জায়গা খুঁজে পান, কী প্রয়োজন সেটা বোঝেন—তা খুব গুরুত্বপূর্ণ। সন্তান মানুষ করা একদিকে যেমন চ্যালেঞ্জিং, তেমনি পরিপূর্ণতার অভিজ্ঞতা।”
প্রসঙ্গত, সোহা আলি খান হলেন প্রয়াত ভারতীয় ক্রিকেটার ম্যানসুর আলি খান পতৌদি এবং প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুরের কনিষ্ঠ কন্যা। তার বড় ভাই সাইফ আলি খান এবং বড় বোন সাবা আলি খান রয়েছেন। সোহা ২০১৫ সালে অভিনেতা কুণাল খেমুকে বিয়ে করেন। তাদের কন্যা ইনায়া নওমি খেমুর জন্ম ২০১৭ সালে।
চলচ্চিত্রে তার অভিষেক ঘটে ২০০৪ সালে বাংলা ছবি ‘ইতি শ্রীকান্ত’-এর মাধ্যমে। একই বছরে বলিউডে ‘দিল মাঙ্গে মোর’ ছবিতে শাহিদ কাপুরের বিপরীতে অভিনয় করেন।
‘অন্তরমহল’ (২০০৫), ‘রং দে বসন্তী’ (২০০৬) এবং ‘আহিস্তা আহিস্তা’ (২০০৬) তার উল্লেখযোগ্য কাজ।
সর্বশেষ তাকে দেখা গেছে প্রাইম ভিডিওর হরর-ড্রামা ‘ছোরি ২’ (২০২৫)-এ, যেখানে আরও ছিলেন নুশরাত ভারুচা, গাশমীর মহাজানী এবং সৌরভ গয়াল।
ইউটি/টিএ