বলিউডের ঝলমলে আলোর পেছনের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান পহলাজ নিহলানি। এক খোলামেলা সাক্ষাৎকারে তিনি বলিউডের নায়ক-নায়িকাদের আধিপত্য, ভ্যানিটি ভ্যানের বিলাসিতা এবং শিল্পের জায়গা সংকুচিত হয়ে যাওয়া নিয়ে কঠিন সত্য তুলে ধরেছেন।
নিহলানি জানালেন, ২০০২-০৩ সালে ‘তালাশ: দ্য হান্ট বিগিনস’ ছবির শুটিং চলাকালীন অক্ষয় কুমার স্পষ্ট করে শর্ত দেন—শুধু করিনা কাপুরকে নায়িকা হিসেবে নিলে তবেই শুটিং করবেন। নিহলানির ভাষায়, এটাই তাঁর জীবনে প্রথমবার যখন কোনো নায়ক কাস্টিং নিয়ে এমন শর্ত চাপিয়ে দেন। তিনি মনে করেন, করিনার মতো তরুণী নায়িকার সঙ্গে পর্দায় নিজেকে কম বয়সি দেখানোর জন্যই অক্ষয়ের এমন শর্ত ছিল।
তবে এখানেই থামেননি নিহলানি। তিনি বলিউডের পরিবর্তিত সংস্কৃতির তীব্র সমালোচনা করে বলেন, আগে যেখানে একজন মেকআপ আর্টিস্ট থাকত, এখন প্রয়োজন হয় ছয়টি ভ্যানিটি ভ্যান। অভিনেতারা শুধু অভিনয়েই সীমাবদ্ধ নেই, বাজেট থেকে কাস্টিং—সব কিছু তাদের ইচ্ছেমতো চলে। প্রযোজকরা যেন কেবল নামমাত্র।
তার মন্তব্যে উঠে এসেছে বলিউডের শিল্প-সৃজনশীলতা হারানোর যন্ত্রণা। আজকের তারকাপ্রধান সিনেমা ব্যবসায় শিল্পের জায়গা কতটা সংকুচিত হয়ে গেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নিহলানির বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে—বলিউড কি শুধুই ব্র্যান্ড ভ্যালু আর তারকাদের শর্ত মেনে চলবে, নাকি সৃজনশীলতাকে আবার গুরুত্ব দেবে।
ইউটি/টিএ