টেলিভিশনের মঞ্চে হাসির রাজা কপিল শর্মা। ‘দ্য কপিল শর্মা শো’ দিয়ে ঘরে ঘরে জনপ্রিয় এই কমেডিয়ান এবার বাস্তব জীবনের এক ভয়ংকর ঘটনার মুখোমুখি হলেন। ভারতের মাটিতে নয়, কানাডার শান্ত শহরে তাঁর নতুন ব্যবসা যেন আতঙ্কে কাঁপছে। সদ্য খোলা তাঁর ক্যাফে—‘ক্যাপস ক্যাফে’—সেখানে ভোররাতে চালানো হল এলোপাথাড়ি গুলি।
এই ক্যাফেটি কপিলের হলেও পুরো ব্যবস্থাপনা দেখভাল করেন তাঁর স্ত্রী। ৯ জুলাই সকালে, ঠিক যখন দিনের কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন কর্মীরা, ঠিক সেই সময় গাড়ি করে এসে কয়েকজন দুষ্কৃতী ক্যাফের সামনে গুলি চালায়।
এই ঘটনার দায় স্বীকার করেছে হরজিৎ সিংহ লাড্ডি নামের এক ব্যক্তি। তিনি কুখ্যাত খালিস্তানি জঙ্গি সংগঠন ‘বাব্বর খালসা ইন্টারন্যাশনাল’-এর সদস্য এবং এনআইএ-র ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা একজন সন্ত্রাসবাদী।
লাড্ডি দাবি করেছেন, কপিল শর্মা সম্প্রতি কিছু মন্তব্য করেছেন যা তাঁদের দৃষ্টিতে “অসম্মানজনক”। তাই এ হামলা মূলত একটি ‘সতর্কবার্তা’।
এখানেই শেষ নয়। এই একই লাড্ডির বিরুদ্ধে রয়েছে আরও গুরুতর অভিযোগ। গত বছর পাঞ্জাবে বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিকাশ প্রভাকর ওরফে বিকাশ বাগ্গা-র হত্যাকাণ্ডেও তাঁর নাম জড়িয়েছে।
এই ঘটনার পর কপিল শর্মা বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বলিউডে আতঙ্কের ছায়া যে আবার ফিরেছে তা বলাই বাহুল্য। সলমন খানের বাড়িতে গুলি চালানো, গায়ক সিধু মুসেওয়ালার খুন—এই সব ঘটনার পর এবার নতুন লক্ষ্য কপিল শর্মা।
যেখানে বিনোদনের হাস্যরস, সেখানে হঠাৎ করে এমন হিংসাত্মক আক্রমণ নতুন করে প্রশ্ন তোলে শিল্পীদের নিরাপত্তা নিয়েও।
এসএন