একই আদালতে মুখোমুখি দুই জলি। দুই দিক থেকে চাপ, ব্যঙ্গ, আবেগ আর আদালতের চিরচেনা বিশৃঙ্খলা—এই সব নিয়েই ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘Jolly LLB 3’ এবার আসছে দর্শকের সামনে। নতুন মুক্তির তারিখ ঠিক হয়েছে ২ অক্টোবর, অর্থাৎ গান্ধী জয়ন্তীর ছুটির দিনে। এই তারিখেই থিয়েটারে পা রাখতে চলেছে এই কোর্টরুম ড্রামা।
প্রথমে ঠিক হয়েছিল ছবিটি ১৯ সেপ্টেম্বর মুক্তি পাবে। তবে প্রযোজক সংস্থা Viacom18 এবং নির্মাতারা একজোট হয়ে সিদ্ধান্ত নেন, জাতীয় ছুটির দিনকে কাজে লাগিয়ে ছবিটিকে বড় উইকেন্ডে মুক্তি দেওয়া হোক। কারণ স্পষ্ট—ছবির চূড়ান্ত সংস্করণ এতটাই শক্তিশালী ও আকর্ষণীয় হয়েছে যে, প্রযোজকেরা এটিকে ‘মেগা ওপেনিং’ দেওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না।
'Jolly LLB 3'-এর সবচেয়ে বড় চমক, একই ছবিতে দুই জলি। অর্থাৎ, ফিরছেন অরশাদ ওয়ারসি ও অক্ষয় কুমার। একদিকে মূল জলি, অন্যদিকে সিকুয়েলের জলি—এবার দুই পক্ষকেই দেখা যাবে আদালতের একজায়গায়, মুখোমুখি লড়াইয়ে। পরিচালনায় থাকছেন সুভাষ কাপুর, যিনি এই সিরিজের আগের দুই পর্বও পরিচালনা করেছিলেন।
চলতি বাজারে ছবির মুখোমুখি হতে পারে আরেক আলোচিত সিনেমার সঙ্গে — ‘Kantara 2’। রিশভ শেট্টি পরিচালিত এই দক্ষিণী ছবিটিও মুক্তি পেতে চলেছে ২ অক্টোবর। যদিও ট্রেড অন্দরের গুঞ্জন বলছে, ‘Kantara 2’ হয়তো পিছিয়ে যাবে। আর সংঘর্ষ হলেও ক্ষতি হবে না ‘Jolly LLB 3’-এর—এমনটাই ধারণা বক্স অফিস বিশ্লেষকদের। কারণ, ছবি কম বাজেটে তৈরি, ফলে ঝুঁকি কম, লাভের সম্ভাবনা বেশি। তাছাড়া এই সিরিজের জনপ্রিয়তা শহর থেকে মফস্বল—সব জায়গাতেই।
এখন শুধু অপেক্ষা, কবে ট্রেলার আসবে। তবে তার আগেই জল্পনা ছড়াতে শুরু করেছে একটাই প্রশ্ন—দুই জলি, এক আদালত, এক সংঘর্ষ… কে জিতবে?
এসএন