গানের মঞ্চ কাঁপিয়ে এবার রুপালি পর্দায় রাজত্ব করতে আসছেন কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড ‘এসপা’র ফ্রন্টলাইন তারকা কারিনা। জনপ্রিয় ইউটিউব টকশো হোস্ট জোনাথনের সঙ্গে এক খোলামেলা আড্ডায় জানালেন নিজের অভিনয়ের প্রতি টান এবং দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করলেন, ‘আমি চাই সবকিছু চেষ্টা করে দেখতে, যেন অবসরে গিয়ে আফসোস না থাকে।’ কারিনার এ ঘোষণাতেই যেন শুরু হয়ে গেল কোরিয়ান শোবিজে নতুন এক অধ্যায়ের যাত্রা। খবর: পিঙ্কভিলা
শুধু কথায় থেমে থাকেননি এই কে-পপ সেনসেশন। ‘মাই আর্ট ফিল্ম’ প্রজেক্টে লি ডোং হুই-এর বিপরীতে এক সাহসী, আত্মবিশ্বাসী ‘গার্ল ক্রাশ’ চরিত্রে তার পারফরম্যান্স এরই মধ্যে আলোচনা তুঙ্গে। যদিও এখনো অফিসিয়ালি অভিনয় ক্যারিয়ারে পা রাখেননি, তবে শর্টফিল্মে তার অভিষেক যেন ভবিষ্যতের সম্ভাবনার বার্তাই দিয়ে রাখল।
আড্ডার ফাঁকে কারিনা আরও জানান, শুরুতে ক্যামেরার সামনে কিছুটা অস্বস্তি থাকলেও এখন তিনি অনেকটাই স্বচ্ছন্দ। টকশো কিংবা ভ্যারাইটি শো সবখানেই তার দাপুটে উপস্থিতি চোখে পড়ার মতো। তবে সব চরিত্র নয়; বরং ‘দুঃখজনক ও মায়া জড়ানো’ চরিত্রতেই বেশি আগ্রহ তার। এ ধরনের গভীর আবেগময় রোলে নিজেকে কল্পনা করতেই ভালোবাসেন এই সুন্দরী।
টকশোর এক পর্যায়ে জোনাথন যখন বলেন, তিনিও ভবিষ্যতে অভিনয় করতে চান, কারিনা তখন সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‘তুমি বেশ ভালো করবে’ এবং মুহূর্তেই সেই কথোপকথনে জমে ওঠে প্রাণবন্ত হাসির রোল।
কারিনার এই খোলামেলা উচ্চাকাঙ্ক্ষা ও সাহসী মন্তব্যে অনলাইনে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়ার ঝড়। কেউ বলছেন, এটাই তার নতুন অধ্যায়ের সূচনা, আবার কেউ তুলছেন প্রশ্ন, আসলে কতটা পর্দার জন্য তৈরি তিনি?
তবে যেটাই হোক, কারিনা এখন যা করছেন তা নিঃসন্দেহে একজন সাহসী শিল্পীর প্রতিচ্ছবি। যিনি নিজের সীমানা পেরিয়ে নতুন নতুন পথে হাঁটতে চান। এবার শুধু অপেক্ষা, কবে মঞ্চ থেকে সরাসরি পর্দায় দেখা মিলবে কারিনার।
পিএ/এসএন