স্বপ্ন, পরিকল্পনা, প্রতিশ্রুতি—তারপর থমকে যাওয়া। এমনই এক যাত্রাপথে এক দশক ধরে ঘুরপাক খাচ্ছে কিশোর কুমারকে নিয়ে অনুরাগ বসুর বায়োপিক। আবার নতুন করে সেই সিনেমা আলোচনায়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরিচালক নিজেই জানিয়েছেন, “এবার যেন সত্যি হয়—হাত জোড় করে আশা করছি।”
২০১০-এর দশকের গোড়ায় প্রথম ঘোষণা হয়েছিল এই সিনেমার। শুরু থেকেই বাধা এসেছে একের পর এক—আইনি অনুমতির জট, অভিনেতা বদল, প্রি-প্রোডাকশনের বারবার ভেঙে পড়া প্রস্তুতি। এতকিছুর পরেও অনুরাগ বসুর বিশ্বাস হারাননি। বরং স্পষ্ট করে বলেন, “আমি দশ বছর ধরে এটা করতে চাইছি। আর ঝুঁকি নিতে চাই না।”
এই সিনেমায় কে হবেন কিংবদন্তি কিশোর কুমার? আগেও একাধিক নাম উঠে এসেছে, কিন্তু এবার সরাসরি উঠে এসেছে আমির খানের নাম। গুঞ্জন বলছে, ইতিমধ্যেই ২০২৪ সালের শেষ দিক থেকে অনুরাগ ও আমিরের মধ্যে একাধিক বৈঠকও হয়েছে। তবে চুক্তিপত্রে সই না হওয়া পর্যন্ত মুখ খুলতে নারাজ অনুরাগ। তাঁর কথায়, “চুক্তিপত্র সই না হওয়া পর্যন্ত আমি কিছু বলছি না।”
প্রযোজনায় থাকতে পারেন ভূষণ কুমার, এমনটাও জানা যাচ্ছে ট্রেড অন্দরের সূত্রে। অন্যদিকে কিশোর কুমারের ছেলে অমিত কুমার জানিয়েছেন, “কিছুই এখনো ফাইনাল নয়। আমাদের লিগ্যাল টিম অনুযায়ী, আপাতত কিছু জানানো নিষেধ।”
তবে অনুরাগ বসুর সিনেমায় একসময় যাঁকে দেখা যেত প্রায় সবসময়, সেই রণবীর কাপুর কি একেবারেই বাদ? বসু জানিয়েছেন, এখনও ভুলে যাননি রণবীরকে। বরং হাসতে হাসতে বললেন, “ও আবার আমায় জুতো উপহার দিয়েছে। প্রথমবার সাইজ ভুল ছিল!” রণবীর যে এখনও তাঁর হৃদয়ে রয়েছেন, সেটা স্পষ্ট।
সবমিলিয়ে বলিউডে আবার এক নতুন আশার সুর—এবার কি তবে ক্যামেরা ঘুরবে কিশোর কুমারকে ঘিরে? এখনই কিছু চূড়ান্ত নয়, কিন্তু অনুরাগ বসুর জোরালো আকাঙ্ক্ষা হয়তো এবার সত্যি হবে। আর দর্শকরা? তাঁরা আপাতত গান গেয়েই অপেক্ষা করছেন—“এক দিন প্যায়ার কা গান বাজেগা...”
এসএন