৭৮তম কান চলচ্চিত্র উৎসব জয় করে এবার অস্ট্রেলিয়ার ৭৩তম মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। এই উৎসবের মাধ্যমে চলচ্চিত্রটি অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে।
‘আলী’র গল্প আবর্তিত হয়েছে এক কিশোর আলীর জীবনঘনিষ্ঠ সংগ্রাম, মানবিক সংকট এবং সমাজের প্রান্তিক বাস্তবতা নিয়ে। আদনান আল রাজীবের নির্মাণে ফুটে উঠেছে এক বাস্তবধর্মী ও গভীর মানবিক আখ্যান।
‘আলী’র প্রযোজনায় আছেন দেশের তানভীর হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন।
সুখবরটি খবরটি জানিয়ে ‘আলী’র দেশি প্রযোজক তানভীর হোসেন বলেন, “কানে একটি স্মরণীয় যাত্রার পর ‘আলী’-এর মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া আমাদের জন্য অত্যন্ত সম্মানের। এই গল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ।”
জানা গেছে, মেলবোর্ন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৭ আগস্ট, চলবে ২৩ আগস্ট পর্যন্ত।
এ উৎসবে ৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টা এবং ১৮ আগস্ট রাত ৯টা ১৫ মিনিটে দর্শক ‘আলী’ দেখতে পারবেন।
এর আগে চলতি বছর কানের মর্যাদাপূর্ণ আয়োজনে প্রথমবারের মতো মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা নিয়েই স্পেশাল মেনশন জিতে নেয় ‘আলী’! যা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এক গর্বিত মুহূর্ত। তার মাস দেড়েকের মধ্যেই এলো আরেকটি সুসংবাদ!
এমকে/টিকে