ভারতের এক পুরোহিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন মালয়েশিয়ার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লিশাল্লিনি কানারান। ‘মিস গ্র্যান্ড মালয়েশিয়া ২০২১’ খেতাবজয়ী এই অভিনেত্রী জানান, মন্দিরে আশীর্বাদ দেওয়ার সময় এক ব্যক্তিগত কক্ষে ডেকে নিয়ে তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন ওই পুরোহিত। ঘটনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং বিষয়টি পরিবারকে জানানোর পর আইনগত পদক্ষেপ নেন। বর্তমানে অভিযুক্ত ব্যক্তির সন্ধানে তদন্ত চালাচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন।
সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লিশাল্লিনি জানান, ঘটনাটি ঘটেছে ২১ জুন, মালয়েশিয়ার সেপাং জেলার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মারিয়াম্মান মন্দিরে। পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তি একজন ভারতীয় নাগরিক এবং মন্দিরের মূল পুরোহিত বিদেশে থাকায় সাময়িকভাবে দায়িত্বে ছিলেন তিনি। অভিনেত্রী জানান, পূজার নিয়ম শিখতে তিনি প্রায়ই মূল পুরোহিতের সঙ্গে দেখা করতেন। সেদিন ওই দায়িত্বরত পুরোহিত তাকে আশীর্বাদ দেওয়ার কথা বলে একটি ঘরে ডেকে নেন। অভিনেত্রী জানান, কিছুটা অস্বস্তির পরও তিনি ভেতরে যান।
লিশাল্লিনি দাবি করেন, ওই কক্ষে তার মুখে ও গায়ে একাধিকবার পবিত্র জল ছিটানোর নামে ঝাঁঝালো একটি তরল পদার্থ ছিটান। এরপরই লিশাল্লিনির পরনে থাকা পোশাক নিয়ে আপত্তিকর প্রস্তাব দেন। তিনি রাজি না হলে একপর্যায়ে তাকে অনাকাংক্ষিতভাবে স্পর্শ করেন বলে অভিযোগ করেন অভিনেত্রী।
লিশাল্লিনি বলেন, আমি সবখানে একা একাই যাওয়া আসা করি। কাজে, মিটিংয়ে, অফিসে পার্টিতে কখনো কোনো প্রকার হেনস্থার শিকার হতে হয়নি তাকে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে জায়গাকে সবচেয়ে নিরাপদ ও পবিত্র ভেবেছিলাম সেখানেই আমাকে হেনস্থার শিকার হতে হলো’।
পরবর্তীতে পরিবারের পরামর্শে সম্প্রতি তিনি স্থানীয় থানায় অভিযোগ করেন। সেপাং পুলিশের এসিপি জানান, অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
টিকে/