কাজল-শাহরুখ খান জুটি মানেই সুপারহিট। একে অপরের ভালো বন্ধু বলেই দাবি করেন তারা। তবে জানেন কি, একটা সময় কাজলের ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন শাহরুখ।
বিশ্বাস হতে কষ্ট হলেও এটাই সত্যি, শাহরুখ খান মোটেও পছন্দ করতে না কাজলকে।
প্রথম ছবির কাজ অর্থাৎ ‘বাজিগর’ করার সময়ই তিনি স্থির করেছিলেন কাজলের সঙ্গে আর কাজ নয়।
এখানেই শেষ নয়, তিনি চাননি বলিউডে কাজ পান কাজল। তার জন্য অভিনেত্রীর নামে রীতিমত সমালোচনা করতেও পিছপা হননি তিনি। ঠিক কী ঘটেছিল! জানলে অবাক হবেন।
তখন পুরোদমে চলছে ‘বাজিগর’ ছবির শুটিং-এর কাজ, একের পর এক প্যাক্ট শিডিউল মাঝে হঠাৎ একদিন আমির খানের ফোন আসে শাহরুখের কাছে। তখন আমিরের পরবর্তী ছবির জন্য কাজলকে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এই পরিস্থিতিতে কাজলকে নিয়ে ফিডব্যাক নিতেই তিনি ফোন করেছিলেন শাহরুখকে।
সেই মুহূর্তে শাহরুখ জানিয়ে দিয়েছিলেন, কাজলের সঙ্গে কাজ করা যায় না, একেবারেই ফোকাস নয় সে কাজে।
এক কথায় জানিয়ে দেন, আমির যেন কাজলের সঙ্গে কাজ না করে।
এরপর কাজলের সঙ্গে যখন ছবিটি হিট হয়, তখন নিজেই ছবিটি দেখে তড়িঘড়ি ফোন করেছিলেন শাহরুখ খান আমিরকে, জানিয়ে দিয়েছিলেন, “পর্দায় আমাদের কেমিষ্ট্রি অদ্ভুবভাবে কাজ করছে।” তারপর থেকে কাজলের প্রতি শাহরুখের ধারণা বদলায়।
এমআর/টিকে