পুষ্পা ২-এ তাঁদের রোম্যান্সে আগুন লেগেছিল বক্স অফিসে, আর এবার সেই আগুন জ্বালাবে সংঘর্ষে। দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও আল্লু অর্জুন আবার একসঙ্গে, তবে এবার প্রেম নয়—যুদ্ধের দুই পাশে। আতলি পরিচালিত বহুল প্রতীক্ষিত সাই-ফাই প্রজেক্ট ‘আ’ ৬-এ রাশমিকা হয়ে উঠছেন খলনায়িকা—একেবারে নতুন রূপে, যা দেখে রীতিমতো চমকে গেছেন ইন্ডাস্ট্রির অভ্যন্তরেও অনেকে।
আতলি, যিনি ইতিমধ্যেই বলিউডে ‘জওয়ান’-এর মতো হিট ছবির মাধ্যমে নিজের জাত চেনাতে সক্ষম হয়েছেন, এবার আন্তর্জাতিক মাপের এক মহাযুদ্ধ উপহার দিতে চলেছেন দর্শকদের। এলএ-তে প্রিপ, ভিএফএক্স ও স্ক্রিপ্ট রিডিং-এর পরেই চূড়ান্ত হয়েছে রাশমিকার চরিত্র। চরিত্রটির প্রি-ভিজ্যুয়ালাইজেশন দেখে তিনি এতটাই অনুপ্রাণিত হন যে আরেকটি বড় বাজেটের প্রজেক্ট সোজা না করে দেন।
এই সিনেমাতে শুধু আল্লু অর্জুন বা রাশমিকা নয়, থাকছেন দীপিকা পাড়ুকোন, ম্রুনাল ঠাকুর ও জানভি কাপুরও। সব চরিত্রের মধ্যেই থাকছে আলাদা গ্রাভিটাস, ভিজ্যুয়াল অ্যাপিল ও দুর্দান্ত স্ক্রিন প্রেসেন্স। প্যান-ইন্ডিয়া এই প্রজেক্ট আন্তর্জাতিক ভিজ্যুয়াল মানের সঙ্গে মিথোলজির মিশেল তৈরি করছে, যাতে করে ভারতীয় সিনেমার পরিচয় এক ধাক্কায় বিশ্বমঞ্চে পৌঁছাতে পারে।
রাশমিকা অক্টোবর ২০২৫ থেকে শুটিং শুরু করবেন, আর মুক্তির লক্ষ্যমাত্রা ২০২৭ সালের মধ্যে। নির্মাতাদের ইচ্ছা, এই ছবি শুধু একটি ব্লকবাস্টার নয়, একেবারে জনরার সংজ্ঞা বদলে দেবে এমন কিছু হোক।
টিকে/