টানা ব্যর্থতা, ছন্দপতন আর ব্যাটিং ধস—এই যেন এখনকার বাংলাদেশ দলের স্থায়ী রূপ। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজেও এই চিত্র বদলায়নি। ব্যাটারদের অনিয়মিত পারফরম্যান্স নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই নতুন আশার সঞ্চার করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাওয়ার হিটিংয়ে ক্রিকেটারদের উন্নতি ঘটাতে বিশেষ কোচ নিয়ে আসছে বিসিবি।
সূত্র বলছে, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ব্যাটিং বিশেষজ্ঞ জুলিয়ান উডকে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। টি-টোয়েন্টিতে যাঁর নাম শুনলেই উঠে আসে ‘পাওয়ার হিটিং’-এর ধারণা—সে ধারণারই মূল কারিগর এই কোচ। আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস ছাড়াও পিএসএল, বিগ ব্যাশ, এমনকি ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করে খ্যাতি পেয়েছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও তিনি চেনা মুখ; কাজ করেছেন সিলেট সানরাইজার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, “আমরা আলোচনা করছি তাকে আনার জন্য। ফাইনাল হয়নি, তবে আশা করছি হয়ে যাবে। আগস্টে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবে এমনই পরিকল্পনা রয়েছে।”
জুলাইয়ের ২০ তারিখেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট না থাকায় বিসিবি আয়োজন করছে একটি স্কিল ক্যাম্প। সেখানেই উডকে আনতে চায় বোর্ড। লক্ষ্য একটাই—টি-টোয়েন্টি এশিয়া কাপ ও পরবর্তীতে বিশ্বকাপে ব্যাটারদের মারকুটে রূপে দেখা।
বাংলাদেশের সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা বারবারই চোখে আঙুল দিয়ে দেখিয়েছে—শুধু টেকনিক নয়, আধুনিক টি-টোয়েন্টির জন্য চাই বাড়তি শক্তি, সাহস আর ফিনিশিং সক্ষমতা। আর সেই জায়গাতেই কাজ করবেন জুলিয়ান উড। বিসিবির এই পদক্ষেপে নতুন আশায় বুক বাঁধছে টাইগার ভক্তরা।
এসএন