দুই থেকে তিন—দাম্পত্য জীবনের দ্বিতীয় বর্ষপূর্তিতে নতুন পরিচয়ে ধরা দিলেন বলিউড তারকা জুটি সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবানী। তাদের ঘরে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। ১৫ জুলাই সকালে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন কিয়ারা। যদিও প্রথম দিন তারা কিছুই জানাননি। বুধবার সকালে সিদ্ধার্থ নিজেই মেয়ের আগমনের খবর জানান অনুরাগীদের। বলেন, “আমাদের জীবন আজ চিরতরে বদলে গেল।” এই ছোট্ট অতিথি এখন তাঁদের জীবনের কেন্দ্রবিন্দু।
গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল। ১২ জুলাই থেকে নিয়মিত হাসপাতালে যাতায়াত করছিলেন কিয়ারা ও সিদ্ধার্থ। তবে বিষয়টি চূড়ান্ত হয় মঙ্গলবার সকালে, যখন হাসপাতালে ভিড় জমায় পরিবারের সদস্যরা। সিদ্ধার্থের মা, কিয়ারার বাবা—সবাই ছিলেন হাসপাতালে। তখন থেকেই নিশ্চিত হয়ে যায়—সুখবর আসছে।
মাতৃত্বের এই পথচলা কিয়ারার জন্য ছিল একেবারে আলাদা অনুভূতির। এর আগেও একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাঁর যমজ সন্তানের খুব ইচ্ছে। যদিও এবার এল একমাত্র কন্যা। তারপরও তাঁর আনন্দের কমতি নেই। মা-বাবা হওয়ার পর এক যৌথ বিবৃতিতে তারা লিখেছেন, “আমাদের হৃদয় আজ খুশিতে পরিপূর্ণ। আমাদের জীবনে কন্যাসন্তান এসেছে—এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না।”
এই খবরে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে। বলিউড তারকারা, সহকর্মী, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন নবদম্পতিকে।
গত মে মাসে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল কিয়ারা আডবানীকে। মেটা গালার লাল গালিচায় আত্মবিশ্বাসীভাবে হেঁটেছিলেন তিনি, তখনই তাঁর স্ফীতোদর নজরে আসে। এরপর আর ক্যামেরার সামনে আসেননি। বরং হাসপাতালে যাতায়াতের সময়ও সবকিছু ঢেকে চলেছেন। পাপারাজ্জিদের ক্যামেরা দেখলে বিরক্ত হয়েছেন সিদ্ধার্থ নিজেও। তবে এবার আর লুকানোর কিছু নেই। নতুন অতিথি এসেছে তাদের সংসারে—এবার শুধু অপেক্ষা, কবে প্রকাশ্যে আসে সেই খুদে তারকার মুখ।
এসএন