রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
শনিবার (১২ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ছাত্র, শ্রমিক ও জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি-বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, ‘সোহাগের হত্যা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, অথচ ১০০ মিটারের মধ্যে আনসার ক্যাম্প ছিল, পুলিশের থানা ছিল তারা কি করলো!’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের কথা বললেই বলা হয় সংস্কার। ১২ মাসের বাংলাদেশ নিরাপদ না। দেশকে অনেক পেছনে নিয়ে গেছে।’
যতটুকু ঐকমত্য হয়েছে ততটুকু দিয়েই নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘বাকিটা নির্বাচনে জনগণ ঠিক করবে।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ‘গত ৯ মাসে ১৭৫-১৮০ জন লোক মবে মারা গেছেন। বিশেষ দিকে সুবিধা দিতে গিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সমর্থন কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এ পর্যন্ত যত ঘটনা ঘটেছে, সরকার তার দায় এড়াতে পারে না।’
সামাজিক নৈরাজ্য চলছে মন্তব্য করে তিনি বলেন, ‘এটাকে রাজনৈতিক নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বৈশ্বিক নিরাপত্তায়ও বাংলাদেশ ঝুঁকিতে রয়েছে।’
জাতীয় ঐক্য প্রয়োজন উল্লেখ করে সাইফুল হক বলেন, ‘নির্বাচন নিয়ে আস্থা রাখতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। সময় যত দেরি হবে নৈরাজ্য তত বাড়তে পারে।’
এমআর/টিএ