সাবেক মন্ত্রী ও ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, ‘আমাদের গণতন্ত্রের সংগ্রামকে বিপথগামী করার জন্য সংস্কারের নামে একটা সূক্ষ্ম কারচুপি চলছে। এই ঘৃণ্য তৎপরতা কিছুতেই জয়যুক্ত হতে পারবে না। কোনো শক্তি আমাদের ঐক্য বানচাল করতে পারবে না।’
শনিবার (১২ জুলাই) পিরোজপুরের নাজিরপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সমকালীন রাজনীতি পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা জামাল হায়দার বলেন, ‘পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক হারে পার্লামেন্টের মেম্বার নির্ধারিত হওয়ার একটি ভিন্ন মত এসেছে, তাকে আমি এক ফুৎকারে উড়িয়ে দিতে চাই না। কিন্তু আমাকে বলতে হবে, এটি একটি অপরিকল্পিত প্রস্তাবনা মাত্র।’
তিনি বলেন, ‘এই পদ্ধতিকে যদি গ্রহণ করতে হয়, তাহলে পরবর্তী পার্লামেন্ট সেটি দেখবে। এখন তাড়াহুড়া করে এই সমস্যা-সংকট নিয়ে আমরা এক্সপেরিমেন্টের দিকে ধাবিত হতে পারি না।’
১২ দলীয় জোট প্রধান আরো বলেন, ‘আমরা সংগ্রামের মাঠে যেমন ঐক্যবদ্ধ ছিলাম, আগামী নির্বাচনেও তেমন ঐক্যবদ্ধ থাকব। আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা ১২ দলীয় জোট এবং সব গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দল অংশগ্রহণ করব।’
উপজেলা জাতীয় পার্টির সভাপতি খালেকুজ্জামান মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টুবুলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ আকন প্রমুখ।
আরআর/টিকে