ভারতের ফুটবলের শীর্ষ স্তরের লিগ ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) আপাতত স্থগিত করা হয়েছে বলে শনিবার ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। রিলায়েন্সের নেতৃত্বাধীন ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের (এফএসডিএল) সঙ্গে বাণিজ্যিক চুক্তি নবায়ন নিয়ে আলোচনা স্থগিত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১০ সালে কৃত চুক্তি নবায়নের আলোচনা স্থগিত হয়ে গেছে, কারণ ভারতের সুপ্রিম কোর্ট এআইএফএফ'কে নির্দেশ দিয়েছে, আদালতের আদেশ না আসা পর্যন্ত তারা যেন এফএসডিএলের সঙ্গে তাদের চুক্তি নবায়ন না করে—এমনটাই জানিয়েছে ফেডারেশন।
এআইএফএফের জন্য একটি নতুন গঠনতন্ত্র বাস্তবায়নের মামলা বর্তমানে দেশটির সুপ্রিম কোর্টে চলমান রয়েছে। এআইএফএফ এক বিবৃতিতে জানায়, '২০২৫ সালের ২৬ এপ্রিলের শুনানিতে ভারতের সুপ্রিম কোর্ট একটি পর্যবেক্ষণে বলেছেন, ‘মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট’-এর নবায়ন তার আদেশ না আসা পর্যন্ত করা যাবে না'—এমন পরামর্শ দিয়েছে ফেডারেশনের আইনজীবীরা।
বিবৃতিতে আরও বলা হয়, 'আইনগত পরামর্শের ভিত্তিতে চুক্তি নবায়ন সংক্রান্ত আলোচনা আপাতত স্থগিত রাখা হয়েছে।'
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এআইএফএফ এবং এফএসডিএলের মধ্যকার বর্তমান চুক্তিটি ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। ২০২৪-২৫ মৌসুমের ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) শুরু হয়েছে গত সেপ্টেম্বরে, যেখানে অংশ নিচ্ছে ১৩টি ক্লাব।
এআইএফএফ আরও বলেছে, 'ভারতীয় ফুটবলের স্বার্থে আইএসএলের ধারাবাহিকতা বজায় রাখতে এআইএফএফ এবং এর অংশীদাররা সম্ভাব্য সব পদক্ষেপ নেবে এবং যা কিছু করা প্রয়োজন তা করবে।'
আরআর/টিকে