মিটফোর্ডের ঘটনায় প্রকৃত হত্যাকারীকে এখনও কেনো গ্রেপ্তার করা হয়নি সে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ঘটনায় সরকারের প্রচ্ছন্ন মদদ আছে কি না সে প্রশ্নও রেখেছেন তিনি।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ছাত্রদলের শহীদ ১৪২ পরিবারের সাথে মতবিনিময় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১২ জুলাই) রাজধানীর গুলশানে একটি হোটেলে এই অনুষ্ঠানের শহীদ পরিবারের সদস্যরা জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি জানান। একইসঙ্গে তারা সরকারের প্রতি আহবান জানান শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াতে।
মতবিনিময়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে মানুষের অধিকার রক্ষায় যারা প্রাণ দিয়েছেন তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করার তাগিদ থাকবে বিএনপির।
স্বৈরাচার বিদায় হলেও ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি জানিয়ে তারেক রহমান বলেন, অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। অন্যায়কারী যেই হোক কোন প্রশ্রয় দেবে না বিএনপি।
জুলাই সনদ তৈরিতে দলের অবস্থান তিন মাস আগে জানানো হলেও সরকার এখনও কেনো সেটি সুরাহা করছে না সে প্রশ্নও তারেক রহমানের।
টিকে/