সাতের দশকের গ্যাংস্টার দুনিয়ার রেট্রো জাঁকজমক আর মারকাটারি উত্তেজনায় ভরপুর ‘কেডি – দ্য ডেভিল’-এর টিজার অবশেষে প্রকাশ্যে এসেছে। বহুল প্রতীক্ষিত এই কন্নড় পিরিয়ড অ্যাকশন ড্রামা একদিকে যেমন ধ্রুব সর্জার জন্য বড় প্রত্যাবর্তনের মঞ্চ, তেমনি বলিউডের বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্তের নতুন করে রূপে ফিরে আসা।
পরিচালক প্রেমের নির্মাণে ‘কেডি – দ্য ডেভিল’ ছবির গল্প এগিয়েছে আন্ডারওয়ার্ল্ডের রক্তাক্ত অধ্যায়ের মধ্য দিয়ে। সেখানে একদিকে রয়েছে ধ্রুব সর্জার ‘কালী দাস’ ওরফে কেডি চরিত্র, অন্যদিকে দাঁড়িয়ে সঞ্জয় দত্তের ভয়ংকর ‘ঢাক দেবা’।
টিজারের শুরুতেই সঞ্জয় দত্তের উপস্থিতি দর্শকের মধ্যে রোমাঞ্চ ছড়ায়। তাঁর চরিত্রে পুরনো দিনের ক্যারিশমা আর হুমকির ছায়া মিশে আছে। আর ধ্রুব সর্জার প্রবেশ – একদম ‘মাসি’ ঢংয়ে, যেন টিজার ফাটিয়ে দেয়।
ছবিতে আরও থাকছেন শিল্পা শেঠি কুন্দ্রা, রবিচন্দ্রন, রমেশ অরবিন্দ ও রিশমা নানাইয়া। সবাই মিলে টিজারে এক জাঁকালো ও বিস্ফোরক আবহ তৈরি করেছেন।
পটভূমি ৭০-এর দশকের গ্যাংল্যান্ড। সেট ডিজাইন, পোশাক, সংলাপ, অ্যাকশন কোরিওগ্রাফি – সবকিছুতেই আছে ভিন্টেজ ফ্লেভার। সঙ্গে প্রতিটি দৃশ্যকে উঁচু মাত্রায় নিয়ে গেছেন সংগীত পরিচালক আরজুন জেন্যার। ইতিমধ্যেই “শিব শিব” ও “সেট্টাগল্লা” গান দুটি ভাইরাল হয়ে উঠেছে।
এই সিনেমা ধ্রুব সর্জার জন্য এক ‘রিডেম্পশন যাত্রা’। কারণ আগের ছবি ‘মার্টিন’ প্রত্যাশা পূরণ করতে পারেনি। এবার তাঁর লক্ষ্য স্পষ্ট – নিজেকে আবার প্রমাণ করা। আর সঞ্জয় দত্তও বলিউডে সাম্প্রতিক ব্যর্থতা ভুলিয়ে দিতে চান এক শক্তিশালী ভিলেন রূপে।
প্রযোজনা করছে কেভিএন প্রোডাকশনস – যারা থালাপাথি বিজয়ের ‘জননায়গান’ এবং ইয়াশের ‘টক্সিক’ ছবিও প্রযোজনা করছে। ‘কেডি – দ্য ডেভিল’ মুক্তি পাবে প্যান-ইন্ডিয়া পর্যায়ে — কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু ও মালায়ালাম ভাষায়।
ছবির টিজারই জানিয়ে দিচ্ছে, আসছে এক অগ্নিগর্ভ রেট্রো রাইড। গ্যাংস্টার, গর্জন, গ্ল্যামার আর গানের দারুণ মিশেলে এই ছবি কেবল বিনোদনের উৎসই নয়, বরং দক্ষিণী সিনেমার গতি ফেরানোর আরেক প্রচেষ্টা।
আরআর/টিকে