রজনীকান্তের সিনেমা মানেই আলাদা উত্তেজনা, আর সেই উত্তেজনা যেন দ্বিগুণ হয়ে উঠছে ‘জেলর ২’-কে ঘিরে। একদিকে যেমন এই সিক্যুয়েল নিয়ে ক্রমেই বাড়ছে কৌতূহল, অন্যদিকে তেমনই ফিরতে পারেন ‘কাভালা’ গার্ল তামান্না ভাটিয়া।
দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্দরে এখন ঘুরছে গুঞ্জন- ‘জেলর’-এর ভাইরাল গানের জনপ্রিয়তা ও চরিত্রের গুরুত্বকে কাজে লাগিয়ে নতুন কিস্তিতেও দেখা যেতে পারে তামান্নাকে, যদিও এবার আর শুধুই গান নয়, গুরুত্বপূর্ণ স্ক্রিনটাইমে দেখা মিলবে তার।
সূত্র বলছে, তামান্নার চরিত্রটি আগের কাহিনির সঙ্গে যুক্ত থাকবে। মূল চরিত্র নয়, তবে চিত্রনাট্য গঠনে তার ভূমিকা হবে বেশ প্রভাবশালী। ঠিক যেমন ‘জেলর’-এ তার ‘কাভালা’ গান ভাইরাল হয়েই সিনেমার জনপ্রিয়তায় বড় ভূমিকা রেখেছিল, এবারও নির্মাতারা সেই ম্যাজিকই ফিরিয়ে আনতে চাইছেন। তামান্নার নাচ, ক্যারিশমা আর উপস্থিতি- সব মিলিয়ে একধরনের নস্টালজিয়া ও স্টার পাওয়ার তৈরি হবে, যা সিক্যুয়েলের আকর্ষণ অনেক গুণ বাড়িয়ে দেবে।
তবে এখনো পর্যন্ত এই বিষয়ে নির্মাতা সংস্থা সান পিকচার্স কিংবা তামান্না নিজে কিছু নিশ্চিত করেননি। শোনা যাচ্ছে, পুরো স্ক্রিপ্ট চূড়ান্ত হওয়ার পরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
এমনিতেই ‘জেলর’-এর মতো সিনেমায় রজনীকান্ত ছিলেন একাই সেন্সেশন। সেই রেশ কাটতে না কাটতেই যদি তামান্নার মতো জনপ্রিয় মুখ ক্যামিওতে ফেরেন, তবে তা শুধু একটি দৃশ্য নয়- বরং হয়ে উঠতে পারে নতুন এক ফ্যান ফ্রেনজির সূচনা।
সবকিছু ঠিকঠাক থাকলে, ‘জেলর ২’ হতে যাচ্ছে শুধুমাত্র রজনীকান্ত নয়, বরং তার ঘনিষ্ঠ পরিসরের এক বিস্তৃত আবেগের মহোৎসব, যেখানে তামান্নার উপস্থিতিও হতে পারে স্মরণীয়।
কেএন/টিকে