গানের জগতে একাধিক হিট গান উপহার দিয়েছেন বলিউডের সংগীতশিল্পী অমল মালিক। কবির সিং এর মতো সুপারহিট অ্যালবামের পেছনে রয়েছে তারই সুর। এছাড়াও ১২৬টি গানের সঙ্গে জড়িয়ে আছে তার নাম।
বলা বাহুল্য, পারিবারিক পরিচয়ে নয়, বরং নিজের যোগ্যতায় প্রতিষ্ঠা পেয়েছেন ইন্ডাস্ট্রিজে। বলে রাখা ভালো, অমলের বাবা ছিলেন ডাবু মালিক, অনু মালিকের ভাতিজা- দুজনেই সংগীত অঙ্গনের। অমলের জীবন সুরে ভরপুর হলেও তার প্রেমজীবন তেমনটা নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন নিয়ে এমনটাই জানালেন অমল।
সাক্ষাৎকারে অমল জানান, ২০১৪ সালে প্রেম শুরু হয়েছিল তার, কিন্তু তা ভেঙে যায় ২০১৯ সালে। প্রেমিকা তাকে ছেড়ে যান হঠাৎ করেই। যদি বিয়ে আটকাতে চান তা হলে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে হবে বলে শর্ত দেন প্রেমিকা। কিন্তু ভিন্ন ধর্মে প্রেম হওয়ায় তা আর সম্ভব হয়ে ওঠেনি; ভেঙে যায় দীর্ঘ ৫ বছরের প্রেম।
এমকে/টিকে