চলতি বছরের এসএসসি পরীক্ষায় বগুড়া জিলা স্কুল কেন্দ্রে অংশগ্রহণ করা ৮৮৩ শিক্ষার্থীর ফল সংশোধনের নির্দেশ দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। কেন্দ্র সচিবের আবেদনের ভিত্তিতে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
রবিবার (১৩ জুলাই) বিকেলে বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব সেলিমা নাসরিন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রযুক্তিগত ভুলের কারণে ‘ক্যারিয়ার শিক্ষা’ বিষয়ের ব্যবহারিক নম্বর ৫০ এর পরিবর্তে ২৫ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করে বোর্ডে পাঠানো হয়েছিল। এতে সব পরীক্ষার্থী ওই বিষয়ে ‘বি’ গ্রেড পায়, যার প্রভাব পড়ে তাদের সামগ্রিক জিপিএ-তে।
এই ত্রুটি সংশোধনের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টের কাছে পাঠানো চিঠিতে ২৫ এর পরিবর্তে ৫০ নম্বর সন্নিবেশ করে সংশোধিত ফলাফল প্রকাশের অনুরোধ জানানো হয়। বোর্ড কর্তৃপক্ষ তা অনুমোদন করায় সংশোধিত ফল প্রকাশে আর কোনো বাধা নেই।
প্রধান শিক্ষক সেলিমা নাসরিন বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে অনাকাঙ্ক্ষিত এই ভুল হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সংশোধিত ফল প্রকাশ করা হবে, যাতে শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ক্ষতির মুখে না পড়ে।’
এর আগে ১০ জুলাই ফলাফল ঘোষণার দিন, ভুল নম্বর প্রদানের প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ করেন। তারা জানান, কেন্দ্রটিতে বগুড়ার আটটি বিদ্যালয়ের ৮৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। ক্যারিয়ার শিক্ষা বিষয়ের নম্বর কম দেখানোয় অনেকের জিপিএ কমে যায়, ফলে ভালো মানের কলেজে ভর্তি নিয়ে তারা দুশ্চিন্তায় পড়েন।
কেএন/এসএন