টলিউডে বদলাচ্ছে সিনেমার স্বর। প্যান-ইন্ডিয়া অ্যাকশন ধামাকার ঝড় যখন একটু থেমেছে, তখনই আবেগ, সম্পর্ক ও পরিবারের জায়গা জয় করে নিচ্ছে নতুনধারার ছবিগুলো। সিনেমাহলের দর্শকরাও এবার জানিয়ে দিচ্ছেন স্পষ্ট বার্তা, হৃদয়ের গভীর থেকে বলা গল্পগুলোই আসল সংযোগ তৈরি করতে পারে।
এই পরিবর্তনের ধারা আরও স্পষ্ট হয়ে উঠেছে যখন Sankranthiki Vasthunam-এর মতো আবেগঘন সিনেমা বক্স অফিসে সাফল্য পেল। সেই সূত্র ধরেই জনপ্রিয় তারকারাও ফিরছেন পরিবারের গল্পে, অনুভূতির আবরণে মোড়ানো চরিত্রে।
প্রথমেই আছেন মেগাস্টার চিরঞ্জীবী্ যিনি Atlee বা Boyapati Sreenu-র অ্যাকশন ঘরানাকে পাশ কাটিয়ে ফিরছেন হাস্যরসে ভরপুর পারিবারিক কমেডি ‘Mega 157’-এ। উৎসবের মরশুমে মুক্তি পেতে চলা এই ছবিটি চিরুর পুরনো কমিক ম্যাজিককেই নতুন করে তুলে ধরবে বলে আশা ভক্তদের।
পরবর্তী ছবি, তেলুগু সিনেমার আবেগ ও কথোপকথনের রাজা ত্রিবিক্রম ও ক্লাসিক তারকা ভেঙ্কটেশ-এর যুগলবন্দি। ছবির সম্ভাব্য নাম C/o Ananda Nilayam অথবা Venkata Ramana। এই সিনেমা ভরপুর থাকবে স্মৃতি, হাসি, আর চোখে জল আনা মুহূর্তে।
তারপর এক বিস্ময়কর বাঁক, ‘বাহুবলী’ খ্যাত প্রভাস এবার প্রথমবারের মতো এক পারিবারিক হরর-কমেডি ‘The Raja Saab’-এ অভিনয় করছেন, যেখানে হালকা রোমান্স আর পরিবারকেন্দ্রিক গল্পের ছোঁয়া থাকবে।
অন্যদিকে, দীর্ঘদিন অ্যাকশন হিরো ইমেজে পর্দা কাঁপানো রবি তেজা ফিরছেন আবেগপ্রবণ চরিত্রে — ছবির নাম Anarkali। পরিচালনায় কিশোর তিরুমালা। এটি হতে যাচ্ছে এমন একটি গল্প, যেখানে পারিবারিক টানাপোড়েনের ছায়া থাকবে প্রতিটি দৃশ্যে।
সুরিয়া আবার ‘Sir’ ও ‘Lucky Baskhar’-এর পর এবার একেবারে কোমল রূপে ধরা দেবেন Vishwanathan and Sons-এ। যেখানে পরিবারের ভেতরের প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্প উঠে আসবে নিপুণভাবে। এই ছবিতে রয়েছেন রাধিকা শরথকুমার, মামিথা বাইজু ও রাভিনা টন্ডনের মতো শক্তিশালী অভিনেতারাও।
সবশেষে, নবীন প্রজন্মের হোতা নবীন পলিশেট্টি আসছেন Ananganaga Oka Raju নামক ছবিতে। গোদাবরীর গ্রামীণ পটভূমিতে এই সিনেমাটি হালকা সুরের, জীবনের ছোট ছোট মুহূর্তে মোড়ানো এক স্নিগ্ধ গল্প।
এইসব সিনেমা প্রমাণ করছে , অ্যাকশন নয়, এখনকার দর্শক চায় সংবেদন, আত্মিক টান আর জীবনের বাস্তব ছায়া। যেখানে হাসিও থাকবে, কান্নাও থাকবে। সম্পর্কের অনির্বচনীয় জটিলতাই এখনকার সিনেমার আসল চাবিকাঠি হয়ে উঠছে।
এসএন