অবশেষে অপেক্ষার অবসান। বহু প্রতীক্ষিত পবন কল্যাণ অভিনীত অ্যাকশন ড্রামা ‘OG’ মুক্তির তারিখ এবার অফিসিয়ালি ঘোষণা হয়েছে—২৫ সেপ্টেম্বর, ২০২৫। “ফিনিশড ফায়ারিং” পোস্টার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে পবন কল্যাণকে দেখা গেছে এক গম্ভীর, রুক্ষ অবতারে। ফ্যানেরা বলছেন—এটাই হতে চলেছে তার কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী কামব্যাক।
ছবিটির পরিচালনায় রয়েছেন ‘সাহো’ খ্যাত সুজীৎ এবং প্রযোজক হিসেবে রয়েছেন DVV দানাইয়া ও কল্যাণ দাসারি। ইতিমধ্যেই শুটিং সম্পন্ন হয়েছে, এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। পেছনে পড়ে থাকা গুজব, দেরির আশঙ্কা—সব কিছুর ইতি টেনে, নির্মাতারা জানিয়ে দিয়েছেন—২৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘OG’।
এই ছবির এক বড় চমক হল ইমরান হাশমির যুক্ত হওয়া। পবন কল্যাণের বিপরীতে একজন ভয়ঙ্কর ভিলেন হিসেবে দেখা যাবে তাঁকে। এছাড়া প্রিয়াঙ্কা অরুল মোহন, প্রকাশ রাজ ও শ্রীয়া রেড্ডিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। গানেও থাকবে বিশেষ আকর্ষণ—সঙ্গীত পরিচালনায় রয়েছেন এস থামান, যাঁর বিট ও আবেগের সংমিশ্রণ বরাবরই ফ্যানদের উজ্জীবিত করে।
চিত্রগ্রহণে দুই দিকপাল—রবি কে চন্দ্রন ও মনোজ পরমহংসা—একসঙ্গে কাজ করছেন, যা প্রমাণ করে ভিজ্যুয়াল দিক থেকেও এই ছবি হতে চলেছে চোখ ধাঁধানো।
ছবির ট্যাগলাইন “They Call Him OG” ইতিমধ্যেই রহস্য তৈরি করেছে। গুঞ্জন বলছে, ছবিটি হবে এক আন্ডারওয়ার্ল্ড চরিত্রের র’ এবং ইমোশনাল ট্রান্সফরমেশন—যেখানে থাকবে ধুন্ধুমার অ্যাকশন, গা ছমছমে আবেগ আর এক ডার্ক হিরোর পুনর্জন্ম।
সব মিলিয়ে, পবন কল্যাণের ‘OG’ কেবল আরেকটি অ্যাকশন ছবি নয়—এটি হতে চলেছে এক আবেগ, সম্মান আর প্রতিশোধের বিস্ফোরক গাঁথা, যা প্রেক্ষাগৃহে দর্শকদের রক্ত গরম করে তুলবে।
এসএন