ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সকল পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার জবাবে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ইইউর প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।
তিনি বলেন, অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় ‘সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ’ নেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের সকল পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর এমন মন্তব্য করেছেন ইইউ প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, ‘‘১ আগস্টের আগ পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছাতে কাজ করে যাবে জোট।’’ নিজের স্বার্থ সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত আছে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইইউর পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে বলেও জানান তিনি।
চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই শুল্ক আরোপর কথা বলে আসছিলেন ট্রাম্প। এরই ধারাবাহিকতায় গত এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের পর তা ৯০ দিনের জন্য প্রত্যাহার করে নিয়েছিলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলছেন, বাণিজ্য ঘাটতি দূর করতে এমন পদক্ষেপের পদক্ষেপ গ্রহণ করেছে হোয়াইট হাউস। যদিও বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের উচ্চ হারে শুল্ক আরোপের ঘটনায় বিশ্ব বাজারে অস্থিরতা তৈরি হতে পারে। এমনকি নতুন এই শুল্ক যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।
এদিকে, ইইউর পণ্যের ওপর ট্রাম্পের শুল্ক আরোপকে ‘মুখে কষাঘাত’ বলে মন্তব্য করেছেন ইউরোপীয় পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির প্রধান বেয়ার্ন লাঙ্গে। এ বিষয়ে তিনি পাল্টা পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন।
কেএন/এসএন