আনচেলত্তিকে সম্মান জানাতে মিলানে তার ১৪ নম্বর জার্সি পরবেন মদ্রিচ!

রিয়াল মাদ্রিদে টানা ১২ বছর কাটিয়ে ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ শিরোপাজয়ী খেলোয়াড় হিসেবে বিদায় নিয়েছেন লুকা মদ্রিচ। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল থেকে রিয়ালের বিদায়ের পর এই কিংবদন্তি মিডফিল্ডার ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছেড়েছেন। এরই মধ্যে পরবর্তী ক্লাব হিসেবে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানকে বেছে নিয়েছেন এই ক্রোয়াট। এরই মধ্যে ইতালিতে এসে পৌঁছেছেন এবং এসি মিলানে তাঁর জার্সি নম্বর বেছে নেওয়া ঘিরে শুরু হয়েছে আলোচনার ঝড়।

ক্যালসিওমারকেতো'র প্রতিবেদন অনুযায়ী, লুকা মদ্রিচ মেডিকেল পরীক্ষার জন্য মিলানে পৌঁছেছেন। এসি মিলানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর ক্লাবের সমর্থদের সামনে উপস্থাপন করা হবে তাকে। ২০২৫-২৬ মৌসুমের জন্য মদ্রিচ এসি মিলানে ১৪ নম্বর জার্সি পরবেন বলে ঠিক করেছেন। অনেকেই মনে করছেন, এই নম্বর মদ্রিচ বেছে নিয়ে আসলে তার সাবেক কোচ কার্লো আনচেলত্তিকে শ্রদ্ধা জানাতে।


এসি মিলানের ১৪ নম্বর জার্সিটি অতীতে মিলানের হয়ে মাঝেমাঝে গায়ে চাপাতেন আনচেলত্তি। ক্লাবটির খেলোয়াড় এবং পরবর্তীতে কোচ হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি। খেলোয়াড় এবং কোচ উভয় ভূমিকাতেই রোজানেরিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছেন এই ইতালিয়ান। ফলে অনেকেই মনে করছেন, এটি আনচেলত্তির প্রতি মদ্রিচের সূক্ষ্ম শ্রদ্ধার প্রকাশ।



৩৯ বছর বয়সী মদ্রিচ এসি মিলানের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তিতে সই করেছেন, যেখানে আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। ২০১৮ সালের ব্যালন ডি’অরজয়ী এই দলবদলের মাধ্যমে প্রথমবারের মতো সিরি আ'য় খেলতে যাচ্ছেন এবং মিলানের কোচের ভূমিকায় ফেরা ম্যাসিমিলিয়ানো আলেগ্রির অধীনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।

চলতি মৌসুমে মিলানের ক্লাবটি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন তিজান্নি রেইন্ডার্স। তার বিদায়ে মিলানের মিডফিল্ডে যে শূন্যতা তৈরি হয়েছে সেটি পূরণ করতে এই ক্রোয়াট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা সিরি আ'র সাবেক চ্যাম্পিয়নদের। গত মৌসুমে মিলানের ১৪ নম্বর জার্সিটি পরতেন রেইন্ডার্স, যা এবার মদ্রিচের গায়ে উঠছে।

সোমবার (১৪ জুলাই) মিলানে পৌঁছে সংবাদমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা বলেন মদ্রিচ। তিনি বলেন, 'আমি এখানে এসে খুব খুশি। সামনে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সবকিছু নিয়ে কথা বলার জন্য সামনে পর্যাপ্ত সময় পাওয়া যাবে।'

২০২৪-২৫ মৌসুমে মদ্রিচ রিয়াল মাদ্রিদের হয়ে মোট ৬৩টি ম্যাচে মাঠে নেমেছেন, যার বেশিরভাগই বদলি খেলোয়াড় হিসেবে। তাতে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪টি গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন। বয়স ৩৯ হলেও তার পারফরম্যান্সে বয়সের ছাপ খুঁজে পাওয়া দায়। পুরো মৌসুমে তিনি মাঠে ছিলেন ২,৯৮৪ মিনিট, যা তার ফিটনেস ও মানসিক দৃঢ়তারই প্রমাণ।

মিলানে যোগ দিতে বড় অঙ্কের বেতন কমিয়েছেন মদ্রিচ। আগামী ৪ আগস্ট এসি মিলানের মিলানেলো ট্রেনিং সেন্টারে এই ক্রোয়াট অনুশীলন শুরু করবেন। ক্লাবটির প্রিসিজন প্রস্তুতি এখনও চলমান, সিরি আ'র নতুন মৌসুম শুরুর আগে আরও কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে তারা।

মিলানের কোচ আলেগ্রি মদ্রিচকে মিডফিল্ডের কেন্দ্রীয় ভূমিকায় খেলাতে চান, যেখানে তার সঙ্গে থাকবেন লোফটাস-চিক, রিচ্চি এবং ফোফানা। এসি মিলান এবার আবারও স্কুডেট্টো (সিরি আ শিরোপা) পুনরুদ্ধারের লক্ষ্যে এগোচ্ছে, আর সেই যাত্রায় অভিজ্ঞ মদ্রিচ হতে পারেন দলের নেতৃত্বের অন্যতম স্তম্ভ।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
৫০ ডিগ্রির ভয়াবহ গরমে কাঁপছে আমিরাত Jul 14, 2025
img
উচ্চকক্ষকে দুর্বল করার অপচেষ্টা চলছে: আখতার হোসেন Jul 14, 2025
img
সাগরে নিম্নচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত Jul 14, 2025
img
রোহিঙ্গা সংকট মোকাবিলায় শুধু বাংলাদেশ নয়, বিশ্ব সম্প্রদায়েরও বড় দায় আছে : কক্সবাজারে দুই উপদেষ্টা Jul 14, 2025
img
সিআইডি সেজে প্রবাসীর স্বর্ণালংকার লুট, মুক্তিপণ দাবি করে অপহরণ Jul 14, 2025
img
সালাউদ্দিনকে সরানোর কোনো ভাবনা নেই বিসিবির Jul 14, 2025
img
তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু দাবী ফখরুলের Jul 14, 2025
সাকিব অ্যাভেইলেবল ক্রিকেটার, তার সঙ্গে কথা বলা হবে; বিসিবি সভাপতি বুলবুল Jul 14, 2025
img
মিটফোর্ডের ঘটনা নিয়ে ১০টি পরিকল্পিত অপপ্রচার ও তথ্যভিত্তিক বাস্তবতা: তারেক রহমানের উপদেষ্টার স্ট্যাটাস Jul 14, 2025
img
১০ বছরে লিটন নিজের সামর্থ্যের অর্ধেকও দেখাতে পারেনি, দাবি পাইলটের Jul 14, 2025
img
জগন্নাথে প্রার্থনা শেষে প্রদীপ জ্বালিয়ে আরাধনায় মগ্ন শুভশ্রী-ইশা Jul 14, 2025
img
জনতার বাধার মুখে বিরিয়ানি হাউস উদ্বোধন না করেই ফিরে গেলেন প্রিন্স মামুন Jul 14, 2025
img
পোষ্যের অসুস্থতায় ভেঙে পড়েছেন অনামিকা, ভিডিওতে উঠে এল অভিযোগ Jul 14, 2025
img
ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড Jul 14, 2025
img
গামছা দিয়ে মুখ ঢেকে শুটিং লোকেশন ঘুরছেন অরিজিৎ Jul 14, 2025
img
কান্তারার পর এবার রাজা শ্রীকৃষ্ণ দেব রায়! রিশভের সম্ভাব্য নতুন রূপ Jul 14, 2025
img
ব্রেভিস-হারমানদের নৈপুণ্যে জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার Jul 14, 2025
img
মালায়লাম সিনেমায় ভয় পান শিল্পা, জানালেন নিজেই Jul 14, 2025
img
মাধ্যমিকের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ‘জুলাই অভ্যুত্থান’ Jul 14, 2025
img
বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, আটক ৩৪ ভারতীয় জেলে Jul 14, 2025