লিউডের র্যাপ জগতে যিনি ‘ইয়ো ইয়ো হানি সিং’ নামে পরিচিত, সেই বিতর্কিত ও জনপ্রিয় শিল্পী হানি সিং এবার নিজের শরীরেই লিখে দিলেন ভালোবাসার নাম—এ আর রহমান। ভক্তি, শ্রদ্ধা আর আত্মমর্যাদার এক অনন্য নিদর্শন হিসেবে নিজের ডানদিকের কাঁধে ট্যাটু করিয়েছেন ‘এ.আর. রহমান’ নামটি।
সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, হানি সিং ট্যাটু করাচ্ছেন আর সেই সময় গাইছেন রহমানের কালজয়ী গান ‘তু হি রে’। গানের প্রতিটি লাইনে ফুটে উঠছে তার আবেগ। আর ভিডিওর মধ্যেই তিনি বলেন—“এই ট্যাটু আমার ভালোবাসার শ্রদ্ধার নিদর্শন। রহমান স্যার না থাকলে আমি সংগীতশিল্পী হতাম না। আমি আজ যেটুকুই, সবই তার জন্য।”
হানি সিংয়ের বয়স এখন ৪২। রাতারাতি তিনটি ট্যাটু করিয়েছেন তিনি, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটি ‘এ আর রহমান’-এর নামে উৎসর্গিত। ইনস্টাগ্রামের ক্যাপশনে লিখেছেন—“এক রাতের মধ্যে করা তিন নম্বর ট্যাটুটা আমার প্রিয় কিংবদন্তি রহমান স্যারের জন্য। সবকিছুর জন্য ধন্যবাদ আপনাকে!”
শুধু এই প্রথম নয়, এর আগেও বহুবার রহমানের প্রতি নিজের শ্রদ্ধা ও ভালোবাসার কথা বলেছেন হানি। বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, তার প্রথম সংগীতচেতনার জন্মই হয়েছিল রহমানের সুরে। তার একান্ত স্বপ্ন—একদিন রহমানের সঙ্গে একটি আন্তর্জাতিক পর্যায়ের গানে কাজ করা।
এই ট্যাটু যেন শুধুই শরীরে আঁকা নাম নয়—এ এক গানের প্রতি, গুরুর প্রতি, শিল্পের প্রতি মনের গভীর থেকে আসা সশরীর শ্রদ্ধার প্রকাশ। এমনটা হানি সিংয়ের মতো গ্ল্যামারসেলেবদের কাছ থেকে সচরাচর দেখা যায় না।
এমন সময় এই ভিডিও সামনে এল, যখন হানি সিং তার কামব্যাক অ্যালবাম ‘গ্লোরি’ নিয়ে আলোচনায়। এই অ্যালবামে থাকছে ১০টি ভাষার গান এবং একটি বিশেষ ভিডিও ‘তেরি ইয়াদে’, যেখানে রয়েছেন নারগিস ফাখরি ও আন্তর্জাতিক শিল্পী গ্রিনি।
হানি সিংয়ের এই নতুন রূপ তার ভক্তদের কাছে এক অন্য চেহারা তুলে ধরছে—তিনি শুধুই বিনোদনের চমক নন, একজন শিল্পী, যিনি গুরুর প্রতি শ্রদ্ধা জানাতে নিজের শরীরকেও ক্যানভাস করে তুলেছেন।
এসএন