সমাজমাধ্যমে মাঝেমধ্যেই রুদ্রমূর্তিতে দেখা যায় বর্ষীয়ান অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চনকে। ছবিশিকারিদের প্রতি ক্ষোভ উগরে দেন তিনি। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, জয়া এমনই রাগী স্বভাবের। কিন্তু তাঁর কন্যাও কম যান না। মায়ের মতো নানা বিষয়ে মত প্রকাশ করে থাকেন তিনিও। যদিও মায়ের ধমক খেয়ে চুপ করে গেলেন।
বছর ৭৬-এর জয়া বচ্চন এবং তাঁর মেয়ে শ্বেতা বচ্চন নন্দ সম্প্রতি যোগ দিয়েছিলেন নব্য নভেলি নন্দের একটি পডকাস্ট অনুষ্ঠানে। অমিতাভ-জয়ার নাতনি ‘হোয়াট দ্য হেল নব্য’ নামের সেই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সেখানেই মা এবং দিদিমার বিভিন্ন বিষয়ে নানা মত জানতে চান নব্য।সেখানেই শ্বেতাকে এমন ধমক দিলেন জয়া, যে তার পর চুপ করে গেলেন অমিতাভ-কন্যা। নব্যর অনুষ্ঠানে এসে বিভিন্ন বিষয়ে নিজের মতামত দিচ্ছেন।
একটা পর্যায়ে এসে নব্য জানতে চান, ‘‘সমাজমাধ্যম মানুষের ব্যবহারে কী প্রভাব ফেলে? তোমার কি মনে হয় আমরা দয়ালু হতে পারছি?’’ জয়া বচ্চন কিছু বলার আগে মুখের থেকে কথা কেড়ে শ্বেতা বলেন, ‘‘আমার মনে হয় এটা মানুষের স্বভাব, যার যেমন থাকার সেই তেমনই থাকে। যে ভিতরে থেকে কুচুটে সে তেমনই থাকবে। যে তিক্ত তাঁর তিক্ততাও প্রকাশ পাবে।’’
শ্বেতার কথা শুনেই জয়া বলেন আমার মনে হয়, ‘‘তুমি সব বিষয়ে একটু বেশি নিজের মতামত দিচ্ছ।’’ তাতে শ্বেতা পাল্টা বলেন, ‘‘অনুষ্ঠানটাই মতপ্রকাশের।’’ জয়া বিরক্ত হয়ে বলেন, ‘‘কিছু সময় তোমার চুপ করে শোনা উচিত।’’ মায়ের কথা শুনে কিছু যেন বলতে গিয়েও থেমে গেলেন শ্বেতা।
এফপি/এস এন