আত্মহত্যা করেছেন বর্ণবাদ নিয়ে নানা আলোচনায় সরব হওয়া মডেল ও অভিনেত্রী স্যান র্যাচেল। ঘুমের ওষুধ খেয়ে মাত্র ২৬ বছর বয়সেই না ফেরার দেশে চলে যান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রবল ঋণের দায়ে অবসাদে ভুগছিলেন স্যান এবং ৫ জুলাই পদুচেরিতে তার বাড়িতে একসঙ্গে প্রচুর ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেন তিনি। চিকিৎসার জন্য তাকে সরকারি ইন্দিরা গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক দিন পরেই তার অবস্থার অবনতি হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় জওহরলাল ইনস্টিটিউট অব পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (JIPMER)-এ। ১২ জুলাই সেখানেই মৃত্যু হয় স্যান র্যাচেলের।
পুলিশ বলছে, ১৪ জুলাই অর্থাৎ আজ তাঁর ময়নাতদন্ত করা হবে।
জানা গেছে, সম্প্রতি কিছুদিন আগেই বিবাহ হয়েছিল র্যাচেলের এবং কয়েক দিন ধরে তিনি অবসাদেও ভুগছিলেন।
ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তার ব্যাপক লোকসান হয়েছিল, সেই কারণেই নাকি এই ভয়ঙ্কর পদক্ষেপ নিতে তিনি বাধ্য হয়েছিলেন। একসঙ্গে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, স্যান র্যাচেলের একটি সুইসাইড নোট পাওয়া গেছে যেখানে তিনি লিখেছেন যে, তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী করা উচিত নয়।
তবে সম্প্রতি তাঁর বিয়ে হয়েছে। তাই প্রশাসনিক স্তর থেকে বিবাহিত জীবনে কোনও সমস্যা ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৯ সালে ডার্ক কুইন তামিলনাড়ুর খেতাব জেতা স্যান ফ্যাশন ইন্ডাস্ট্রিতে দারুণ জনপ্রিয় ছিলেন। তার আগের নাম ছিল, শঙ্কর প্রিয়া। পরবর্তীতে ২০২১ সালে মিস পুদুচেরি খেতাব অর্জন করেন।
র্যাচেল লন্ডন, জার্মানি এবং ফ্রান্সের আন্তর্জাতিক মডেলিং এর প্রতিযোগিতায় নাম লেখান এবং সেখানেই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন এবং নারী সুরক্ষার বিষয় নিয়েও আলোচনা করেন।
এমকে/টিএ