ত শীতে আশীর্বাদ, বাগ্দান ও আইনি বিয়ের পরেই অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র জানিয়েছিলেন, ২০২৫ সালের গোড়াতেই জাঁকজমক করে হবে তাঁর বিয়ে। কিন্তু সাম্প্রতিক কিছু ছবি টেলিপাড়ায় এমন এক হাওয়া তুলেছে, যেন সেই ‘শীতকালীন’ বিয়ে হঠাৎই বর্ষায় ঘটে গেছে। লাল বেনারসী, গয়নায় সজ্জিতা প্রিয়াঙ্কা। মাথায় সিঁদুর, মুখ ঢাকা লজ্জায়। আর শুভ্রজিৎ সাহা চুমু এঁকে দিচ্ছেন তাঁর কপালে।
সবাই যখন ভাবছিলেন, “তবে কি বিয়েটা চুপিচুপি সেরে ফেললেন?”, তখনই আনন্দবাজার ডট কম-এ নিজেই মুখ খুললেন অভিনেত্রী। স্পষ্ট বললেন, “অনেকে ভুল করছেন। আমাদের বিয়ে হয়ে যায়নি। ভুয়ো খবর ছড়িয়েছে।”
এই মুহূর্তে ব্যস্ততা চূড়ান্ত পর্যায়ে। প্রিয়াঙ্কা অভিনয় করছেন দুইটি ধারাবাহিকে—সান বাংলার ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’তে দ্বিতীয় নায়িকার চরিত্রে, আর স্টার জলসায় ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’তে ভয়ংকর খলনায়িকা ‘পরমেশ্বরী’-র ভূমিকায়।
প্রিয়াঙ্কা জানান, “খলনায়িকা হতে খুব ভাল লাগে। নিজেকে নানা রূপে প্রকাশ করার সুযোগ মেলে।”
এত ব্যস্ততার মধ্যেই শুভ্রজিতের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন তিনি। আর সেখানেই বিয়ের সাজে তাঁদের দেখা গেছে। সেই ছবিই ছড়িয়েছে চারদিকে, উসকে দিয়েছে ‘বিয়ে হয়ে গেছে’ গুঞ্জন।
তবে প্রিয়াঙ্কা স্পষ্ট করে দিয়েছেন, “শুটিংয়ে যে সিঁদুর দেখা গেছে, সেটা আসলে আবির। আসল সিঁদুর নয়।”
তাহলে বাস্তব বিয়ের প্রস্তুতি কতটা এগোল?
অভিনেত্রীর কথায়, “আমাদের বাড়িতে বিয়ের বাজার শুরু হয় শাঁখা-পলা কেনা দিয়ে। সেটা সোনায় বাঁধানো কিনেছি। কাজের চাপে আর কিছু কেনা হয়নি এখনো। তবে বিয়েতে লাল বেনারসী, সোনার গয়না, চন্দনের গন্ধ, ফুলের সাজ—সবকিছু থাকবেই। সমস্ত আচার-অনুষ্ঠান পালন করব।”
সুতরাং টেলিভিশনের ‘বউ’ সেজে ছবি দিলেও বাস্তবে প্রিয়াঙ্কা এখনো সাত মাস দূরে সেই পরিণয়ের আসল মুহূর্ত থেকে। ততদিন গুজব উড়িয়ে অভিনয় আর প্রস্তুতির মধ্যেই কাটবে দিন।
এসএন