একসময় তারা ছিলেন ভারতের ব্যাডমিন্টন কোর্টের আদর্শ জুটি! কোনো সিনেমার গল্পকেও হার মানানো বাস্তব জীবনের রোমাঞ্চকর জুটি। সাইনা নেহওয়াল এবং পারুপল্লি কাশ্যপ-দুজনেই ভারতের ব্যাডমিন্টন ইতিহাসের উজ্জ্বল নাম। হায়দরাবাদের গোপীচাঁদ একাডেমিতে একসঙ্গে অনুশীলন থেকে শুরু, তারপর এক দশকের প্রেম, ২০১৮ সালের ডিসেম্বরের সেই কাঙ্ক্ষিত বিয়ে-সব যেন একটি স্বপ্নের মতো ছিল। কিন্তু সেই স্বপ্নে এবার পড়ল ছায়া।
হঠাৎ করেই খবরটি জানালেন সাইনা নেহওয়াল-বিচ্ছেদের। ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তায় লিখলেন, ‘জীবন মাঝে মাঝে আমাদের ভিন্ন পথে নিয়ে যায়। অনেক ভেবেচিন্তেই আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
এ যেন শুধুই একটি সম্পর্কের ইতি নয়, এক যুগল স্বপ্নের সমাপ্তি। যে স্বপ্নে ছিল কোর্টে ঘাম ঝরানো পরিশ্রম, আন্তর্জাতিক সম্মান, পদক, র্যাঙ্কিং, এক সঙ্গে উত্থান ও একসাথে পথচলার গল্প। কাশ্যপ, যিনি ২০১৪ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন, ছিলেন সাইনার পথের নীরব সহচর। আর সাইনা? ভারতের প্রথম মহিলা শাটলার হিসেবে অলিম্পিক ব্রোঞ্জ জয়ী, বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠা এক কিংবদন্তি।
তাদের প্রেম, সম্পর্ক ও বিয়ে বহুদিন ধরে ভক্তদের কাছে ছিল আদর্শের প্রতীক। গোপীচাঁদের তত্ত্বাবধানে বেড়ে ওঠা এই জুটি কখনো পাপারাজ্জির আলোচনায় থাকতেন না, কিন্তু ক্রীড়া দুনিয়ায় তাদের একসাথে থাকাটা ছিল অনুপ্রেরণার নাম।
তবে সম্পর্কের গভীরে থাকা বাস্তবতা অনেক সময় বাইরের চোখে ধরা পড়ে না। হয়তো সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে চাওয়া-পাওয়া, কিংবা অদৃশ্য দূরত্ব বেড়েছে নীরবে। সাইনা বলছিলেন, ‘আমরা পরস্পরের জন্য শান্তি, বৃদ্ধি এবং নিরাময়কে বেছে নিচ্ছি।’
সম্পর্কের ইতি সবসময়ই হৃদয়বিদারক। তবে পরিণত মন, সম্মানের সঙ্গে বিদায় নেয় বলেই হয়তো এই বিচ্ছেদে নেই কাদা ছোড়াছুড়ি, নেই তিক্ততা। আছে কৃতজ্ঞতা, সৌজন্য, আর ভবিষ্যতের প্রতি সম্মান!
এমকে/টিকে