সমান তিনটি টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। তবে ভারত আসতে না চাওয়ায় সিরিজটি বর্তমানে স্থগিত করা হয়েছে। সেই সময়টা কাজে লাগাতে নতুন উপায় খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগস্টে নতুন কোনো দলকে বাংলাদেশে আনার চিন্তা করছে বিসিবি। এমনকি বাইরে কোথাও গিয়ে খেলা যায় কিনা সেটাও ভাবছে ক্রিকেট বোর্ড। এ বিষয়ে আজ মিরপুরে সাংবাদিকদের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘ভেবে দেখছি কোনো দলের সঙ্গে আমরা খেলতে পারি কি না বা বাইরে কোথাও গিয়ে খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কি না। কোনো সুযোগ পাওয়া যায় কি না। সে জিনিসগুলো আমরা দেখছি। আর যদি সুযোগ না হয়, তাহলে আমরা ইন্টারনালি হয়তো খেলব।’
এর আগে বিসিবির কি পরিকল্পনা ছিল তা নিয়ে ফাহিম বলেছেন, “আমরা ভেবেছিলাম, ওই সময়টায় ইন্টারনালি কিছু ম্যাচের আয়োজন করতে পারি কি না। এর আগেও আমরা এমনটা করেছি। ‘এ’ দলের সঙ্গে জাতীয় দলের ম্যাচ। সে রকম একটা কিছু। এটা ছিল আমাদের আগের পরিকল্পনা।”
এশিয়া কাপের আগে দলে কিছু পরীক্ষা-নীরিক্ষা কিছু হলেও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারসাম্যপূর্ণ দল চায় বিসিবি। বিশ্বকাপের দল গঠনের ভাবনা নিয়ে ফাহিম বলেছেন, ‘এশিয়া কাপের আগেই কিছু পরিবর্তন আসতে পারে টি-টোয়েন্টি দলে। তবে আমরা চাই একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে বিশ্বকাপ খেলুক বাংলাদেশ।
তাই এশিয়া কাপের পর স্কোয়াডে খুব বেশি পরিবর্তন হবে না বলেই মনে করছি।’
ইউটি/টিএ