বলিউডের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা নির্মাণ করতে চলেছেন নিতেশ তিওয়ারি। রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত ‘রামায়ণ’ নিয়ে আসছেন তিনি।
প্রথমে এই সিনেমা তৈরির বাজেট ১৬০০ কোটি রুপি শোনা গেলেও, প্রযোজক সংস্থা নিশ্চিত করেছে— সিনেমাটির চূড়ান্ত বাজেট ৪০০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে, যা প্রায় ৫০০ মিলিয়ন ডলারের সমান।
টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে বলেছে, এটি হতে চলেছে ভারতের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। মোট দুই পার্টে ৪ হাজার কোটি রুপি ব্যয় হবে।
সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে, আর দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালে।
প্রোডাকশন টিম জানিয়েছে, আন্তর্জাতিক মানের ভিএফএক্স এবং স্পেশাল ইফেক্টের মাধ্যমে দর্শকদের জন্য বিশ্বমানের অভিজ্ঞতা দিতে চায় তারা। প্রযোজক নামিত মালহোত্রার নেতৃত্বে প্রাইম ফোকাস টেকনিক্যাল দিকগুলো দেখাশোনা করছে, যেখানে আইএমএক্সের জন্য বিশেষভাবে সিনেমাটি তৈরি হচ্ছে।
সিনেমায় এআই ডাবিং প্রযুক্তিও ব্যবহার করা হবে, যা দর্শকদের নিজেদের পছন্দের ভাষায় সাবলীলভাবে সিনেমা উপভোগ করতে সহায়তা করবে। এটি ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম এমন উদ্ভাবন।
ইতোমধ্যেই রণবীর কাপুরের রাম এবং যশের রাবণ চরিত্রের এনিমেটেড ঝলক সম্বলিত একটি মোশন পোস্টার উন্মোচন করা হয়েছে। পোস্টারে হ্যান্স জিমার এবং এ আর রহমানের সঙ্গীত দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
‘রামায়ণ’ সিনেমায় রণবীর কাপুর অভিনয় করছেন ভগবান রাম, সাই পল্লবী অভিনয় করছেন সীতা চরিত্রে এবং যশকে দেখা যাবে রাবণ চরিত্রে। সিনেমাটিতে আরও আছেন সানি দেওল, বিক্রান্ত ম্যাসি, রবি দুবে, লারা দত্ত, ইন্দিরা কৃষ্ণন, বিবেক ওবেরয় এবং অরুণ গোবিলসহ একঝাঁক তারকা।
বলি মহলে এখন এই সিনেমা ঘিরে উত্তেজনা তুঙ্গে। বিশাল বাজেট, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের প্রোডাকশনের কারণে এটি ভারতীয় সিনেমার নতুন ইতিহাস রচনা করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, দ্যা হিন্দু, ইন্ডিয়া টুডে
এফপি/টিএ