বহিষ্কৃত যুবদল নেতাকে পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতা

গাজীপুরের শ্রীপুরে একটি বাজারের নিয়ন্ত্রণ নিতে সদলবলে দেশীয় অস্ত্র উঁচিয়ে মিছিল ও মহড়া দেওয়া বহিষ্কৃত যুবদল নেতা জাহাঙ্গীর আলমকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। 

আজ বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার তেলিহাটী ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের বৃন্দাবন এলাকা থেকে দলের নেতাকর্মীদের সহযোগিতায় তিনি ওই সন্ত্রাসীকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশের হাতে তুলে দেওয়া জাহাঙ্গীর আলম উপজেলার তেলিহাটী এলাকার নূরুল ইসলামের ছেলে। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ওই ঘটনার পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি বিকেলে এমসিবাজার এলাকায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র উঁচিয়ে সদলবলে মিছিল ও মহড়া দেন জাহাঙ্গীর আলম। পরে সেখানে পথসভা করে তিনি বাজারটি নিয়ন্ত্রণের ঘোষণা দেন। ওই সময় বাজারটির অনেক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাও আদায় করেন জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীরা। মুহূর্তে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ওই ঘটনায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আলাদা দুইটি মামলা হয়। একটি মামলায় আদালত থেকে জামিন নিলেও আরেকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু গণমাধ্যমকে বলেন, ‘সন্ত্রাসী, চাঁদাবাজ বিএনপির কর্মী হতে পারে না। জাহাঙ্গীর আলম বাজারে মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করেছে। দেশীয় অস্ত্র উঁচিয়ে মিছিল ও মহড়া দিয়েছে। বিএনপি এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে-জাহাঙ্গীর আলমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে। তার (জাহাঙ্গীর) বিরুদ্ধে মামলা রয়েছে, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। বিএনপির ওই নেতা জানান, আজ বুধবার বেলা প্রায় ১১টার দিকে নেতাকর্মীদের মাধ্যমে তিনি জানতে পারেন, জাহাঙ্গীর আলম টেপিরবাড়ী গ্রামের বৃন্দাবন এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে সেখান থেকে স্থানীয় জনতা ও নেতাকর্মীদের সহযোগিতায় তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন তিনি।

ডা. রফিকুল ইসলাম বাচ্চু গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির মধ্যে কোনো মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ, জুলুমবাজ, জবরদখলকারীর জায়গা হবে না।’

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক গণমাধ্যমকে বলেন, ‘গত ২২ ফেব্রুয়ারি এমসিজাবারে দেশীয় অস্ত্রের মহড়া ও মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ঘটনায় জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীদের বিরুদ্ধে আলাদা দুইটি মামলা হয়। একটি মামলায় আদালত থেকে জামিন নিলেও আরেকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরো সাতটি মামলা রয়েছে।’


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
৫ নভেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে এনটিআরসিএ Oct 28, 2025
img
সংবিধান সংস্কারে গণভোট আয়োজনে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে : আলী রীয়াজ Oct 28, 2025
img
ফেসবুকে ‘মন্তব্যের’ জেরে পূবাইল থানার ওসি প্রত্যাহার Oct 28, 2025
img
আবারও শাকিবের নায়িকা হচ্ছেন ইধিকা! Oct 28, 2025
img
এক বছরে ২৫৮টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে : বিজিএমইএ সভাপতি Oct 28, 2025
img
সেই ফোন কলটাই বদলে দিল সবকিছু: বাঁধন Oct 28, 2025
img
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম সহজ করল কেন্দ্রীয় ব্যাংক Oct 28, 2025
img
সংস্কার বিরোধী শক্তির সঙ্গে জোট নয়: নাহিদ ইসলাম Oct 28, 2025
img
তৃতীয় ব্যক্তিকে মন দেওয়া প্রতারণা, মন্তব্য কাজল-টুইঙ্কলের Oct 28, 2025
img
জুলাই আন্দোলন দমনে কোনো অন্যায়ের আশ্রয় নেয়নি আওয়ামী লীগ: আইনজীবী মনসুরুল হক Oct 28, 2025
img
এবার পপির সঙ্গে রাজু আলীম Oct 28, 2025
img
প্রিসিলা এবার কাজী মারুফের নতুন ছবিতে Oct 28, 2025
img
দিল্লি বিমানবন্দরে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান Oct 28, 2025
img
না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী Oct 28, 2025
img
শ্রীলঙ্কার কাছে হেরে চতুর্থ স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ Oct 28, 2025
img
৩ সাংবাদিককে হেনস্তা আইনজীবীর, কারাগারে পাঠাতে চাইলেন বিচারক Oct 28, 2025
img
সরকারি কর্মচারীদের মূল বেতন ৩০০% বৃদ্ধির প্রস্তাব Oct 28, 2025
img
আইসিইউ থেকে বের হলেন আইয়ার, এখন কেমন আছেন Oct 28, 2025
img
বাংলাদেশে আসা প্রসঙ্গে আহাদের ভিডিওবার্তা Oct 28, 2025
img
ঘূর্ণিঝড় ‘মোন্থা’ মোকাবেলার জন্য প্রস্তুত ভারত, স্কুল বন্ধ ঘোষণা Oct 28, 2025