বহিষ্কৃত যুবদল নেতাকে পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতা

গাজীপুরের শ্রীপুরে একটি বাজারের নিয়ন্ত্রণ নিতে সদলবলে দেশীয় অস্ত্র উঁচিয়ে মিছিল ও মহড়া দেওয়া বহিষ্কৃত যুবদল নেতা জাহাঙ্গীর আলমকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। 

আজ বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার তেলিহাটী ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের বৃন্দাবন এলাকা থেকে দলের নেতাকর্মীদের সহযোগিতায় তিনি ওই সন্ত্রাসীকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশের হাতে তুলে দেওয়া জাহাঙ্গীর আলম উপজেলার তেলিহাটী এলাকার নূরুল ইসলামের ছেলে। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ওই ঘটনার পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি বিকেলে এমসিবাজার এলাকায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র উঁচিয়ে সদলবলে মিছিল ও মহড়া দেন জাহাঙ্গীর আলম। পরে সেখানে পথসভা করে তিনি বাজারটি নিয়ন্ত্রণের ঘোষণা দেন। ওই সময় বাজারটির অনেক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাও আদায় করেন জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীরা। মুহূর্তে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ওই ঘটনায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আলাদা দুইটি মামলা হয়। একটি মামলায় আদালত থেকে জামিন নিলেও আরেকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু গণমাধ্যমকে বলেন, ‘সন্ত্রাসী, চাঁদাবাজ বিএনপির কর্মী হতে পারে না। জাহাঙ্গীর আলম বাজারে মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করেছে। দেশীয় অস্ত্র উঁচিয়ে মিছিল ও মহড়া দিয়েছে। বিএনপি এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে-জাহাঙ্গীর আলমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে। তার (জাহাঙ্গীর) বিরুদ্ধে মামলা রয়েছে, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। বিএনপির ওই নেতা জানান, আজ বুধবার বেলা প্রায় ১১টার দিকে নেতাকর্মীদের মাধ্যমে তিনি জানতে পারেন, জাহাঙ্গীর আলম টেপিরবাড়ী গ্রামের বৃন্দাবন এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে সেখান থেকে স্থানীয় জনতা ও নেতাকর্মীদের সহযোগিতায় তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন তিনি।

ডা. রফিকুল ইসলাম বাচ্চু গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির মধ্যে কোনো মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ, জুলুমবাজ, জবরদখলকারীর জায়গা হবে না।’

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক গণমাধ্যমকে বলেন, ‘গত ২২ ফেব্রুয়ারি এমসিজাবারে দেশীয় অস্ত্রের মহড়া ও মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ঘটনায় জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীদের বিরুদ্ধে আলাদা দুইটি মামলা হয়। একটি মামলায় আদালত থেকে জামিন নিলেও আরেকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরো সাতটি মামলা রয়েছে।’


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
সিরিয়ার দামেস্কে ইসরায়েলি বোমা হামলার কেঁপে ওঠে স্থানীয় টিভি চ্যানেল Jul 17, 2025
img
আ.লীগ এখন আর রাজনৈতিক দল নয়, এটা সন্ত্রাসবাদী সংগঠন: নাহিদ ইসলাম Jul 17, 2025
img
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার পর আর কী পেল বাংলাদেশ Jul 17, 2025
img
নতুন যাত্রায় দেবচন্দ্রিমা, পর্দা পেরিয়ে এবার শাড়ির জগতে অভিনেত্রী Jul 17, 2025
img
আমরা সরকারের কাছে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র চাই: শহীদ সাগরের বাবা Jul 17, 2025
img
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ: ফারুক Jul 17, 2025
img
তাহলে কি মায়ামিতে যাচ্ছেন রদ্রিগো ডি পল Jul 17, 2025
img
এবার দুটি টাগবোট রপ্তানি করছে ওয়েস্টার্ন মেরিন Jul 17, 2025
img
গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযান, আটক ২০ Jul 17, 2025
img
শেষ সময়ে নেইমারের ঝলকে সান্তোসের জয় Jul 17, 2025
img
‘নির্বাচন ঠেকাতে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করছে একটি মহল’ Jul 17, 2025
img
নিরাপত্তা আতঙ্কে মুম্বাইয়ের বাসস্থান ছাড়ছেন সালমান! Jul 17, 2025
img
এনসিপির সমাবেশ শুরু ফরিদপুরে, কেন্দ্রীয় নেতাদের অপেক্ষা Jul 17, 2025
img
ঢাকাসহ দেশের ৩ বিভাগে কমবে দিনের তাপমাত্রা Jul 17, 2025
img
রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩০ বিলিয়ন ডলারে Jul 17, 2025
img
আজ বিকেলে ঢাকার সব থানার সামনে এনসিপির মানববন্ধন Jul 17, 2025
img
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে শাকিবের নতুন সিনেমার প্রযোজকের সাক্ষাৎ Jul 17, 2025
img
আমরা আবারো গোপালগঞ্জে যাবো: নাহিদ ইসলাম Jul 17, 2025
img
নিরাপত্তা বলয়ে গোপালগঞ্জ জেলা কারাগার Jul 17, 2025
img
হরভজনের ১৩ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন শেখ মেহেদী Jul 17, 2025