নিজেদের গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম ও অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ লক্ষ্যে ইতোমধ্যে চার সদস্যের একটি কমিটিও গঠন করেছে সংস্থাটি।
বুধবার (১৬ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ বিষয়টি জানা গেছে। এর আগে ডিএসসিসি সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম একটি দপ্তর আদেশের মাধ্যমে এই কমিটিকে অনুমোদন দিয়েছেন।
শফিকুল ইসলাম জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২৪-২৫ অর্থবছরের নগরের অবকাঠামো, পরিবেশ ও জলবায়ু, প্রাণ-প্রকৃতি, খাল, স্বল্পোন্নত ও নিম্নআয় এলাকা, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, খেলার মাঠ ও জনপরিসর, অবৈধ দখল, ট্রাফিক ব্যবস্থাপনাসহ আরও সব গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম ও অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করতে এই কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, চার সদস্য বিশিষ্ট এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তাকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএসসিসির সিস্টেম এনালিস্টকে।
পাশাপাশি কমিটির বাকি দুই সদস্য রাখা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ এবং জনসংযোগ কর্মকর্তাকে।
এফপি/টিএ