টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ ফিরছে নতুন রূপে। বহুদিনের গুঞ্জনের পর এবার আনুষ্ঠানিক ঘোষণা মিলল—এই নতুন সংস্করণে অভিনয় করছেন বরখা বিষ্ঠ।
আমার উপাধ্যায় ও স্মৃতি ইরানি আগেই শুটিং শুরু করেছেন এই নতুন ধারাবাহিকের জন্য। এবার বরখা নিজেই জানালেন, তিনিও এই দলে যোগ দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বরখা বলেন, “হ্যাঁ, আমি এই ধারাবাহিকে অভিনয় করছি।” তবে চরিত্র নিয়ে বেশি কিছু বলতে চাননি তিনি। “এখনই বিস্তারিত কিছু বলা যাবে না,” বলে এড়িয়ে যান অভিনেত্রী।
টেলিভিশন মহলে শোনা যাচ্ছে, বরখা নাকি মিহির বীরানির প্রেমিকার চরিত্রে থাকবেন। যদিও বরখা সরাসরি সে কথা স্বীকার করেননি। জানিয়েছেন, সঠিক সময়েই সব কিছু জানা যাবে।
বরখা বিষ্ঠ এর আগে ‘কসৌটি জিন্দগি কে’, ‘তেনালি রামা’, ‘শাদি মুবারক’ এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। চলচ্চিত্রেও তার উপস্থিতি ছিল—রণবীর সিং ও কত্রিনা কাইফের সঙ্গে ‘রাজনীতি’ ছবিতে দেখা গিয়েছিল তাকে।
স্মৃতি ইরানি ও আমার উপাধ্যায়ের সঙ্গে বরখার এই নতুন ধারাবাহিক টেলিভিশনের সবচেয়ে আলোচিত প্রত্যাবর্তন হতে চলেছে বলে মনে করছেন অনেকেই। দর্শকদের প্রত্যাশা তুঙ্গে, প্রযোজক সংস্থাও এটিকে ঘিরে বেশ উচ্ছ্বসিত।
এফপি/টিএ